Header Ads Widget

Responsive Advertisement

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত


বেড়া প্রতিনিধি : 

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে পাবনার বেড়ায় এক শিক্ষক সমাবেশ অনুষ্টিত হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) বেড়া ফাজিল মাদ্রাসা চত্বরে এই  সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেড়া উপজেলা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক মো. সাজেদুল ইসলাম দীপুর সভাপতিত্বে এ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বেড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরেন মায়িশা খান। সমাবেশে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শতশত শিক্ষক-কমর্চারী। সমাবেশে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা এখন সময়ের দাবি। সরকার এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ বেতনসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন, এনটিআরসিএ'র  মাধ্যমে নিয়োগ দিচ্ছেন সবই যখন সরকার বাহাদুর করছেন তাহলে সরকারিকরণ করতে অসুবিধা কোথায়। আমরা মনে করি, সকল শিক্ষা প্রতষ্ঠান জাতীয়করণ করলে সরকারের আরো লাভ হবে।  কারণ বেসরকারি শিক্ষা উন্নয়ন ও শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রকল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে। এই টাকা বাঁচিয়েই দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব হবে বলে আমরা মনে করি। এছাড়া শিক্ষার্থীদের  মাসিক বেতন, প্রতিষ্ঠান ইনকাম তো আছেই।

সমাবেশে শিক্ষক-কর্মচারী ছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিক, শিক্ষার্থী, এলাকার কিছু মানুষ উপস্থিত ছিলেন। 

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ