Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়ায় একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

 

রাকিব হোসাইন, সাঁথিয়া, পাবনা :

পাবনার সাঁথিয়ায় জাতীয় সংসদের ৬৮ পাবনা-১ (সাঁথিয়া) আসনকে একক সংসদীয় আসন হিসেবে বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সাঁথিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ‘সাঁথিয়াবাসী’র ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাঁথিয়া উপজেলাকে একক সংসদীয় আসন হিসেবে বহাল রাখা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। তারা অভিযোগ করেন, কিছু মহল আসন পুনর্বিন্যাস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা সাঁথিয়াবাসীর স্বার্থের পরিপন্থী।

বক্তারা আরও বলেন, একক আসন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। তারা সাঁথিয়ার বর্তমান সংসদীয় কাঠামো অপরিবর্তিত রাখার দাবি জানান এবং দাবি পূরণ না হলে শান্তিপূর্ণভাবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার কথাও উল্লেখ করেন।

মানববন্ধন থেকে সাঁথিয়ার উন্নয়ন ও প্রশাসনিক সুবিধার স্বার্থে একক সংসদীয় আসন বহাল রাখার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

সাঁথিয়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লার সভাপতিত্বে এবং মেহাদী হাসান ও শিখন মোল্লার সঞ্চালনায় বক্তব্য দেন— মাওলানা আব্দুল কুদ্দুস, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ আব্দুল মালেক, সাঁথিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই, ছাত্রনেতা নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, বকুল হোসেন, আসলাম উদ্দিন খানসহ অনেকে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ