মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাবনার সাঁথিয়ায় যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রি) বিকেলে সাঁথিয়া সরকারি হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠান হয়। সাঁথিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন পাবনা ১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ। সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মীর নজমুল বারী নাহীদ, পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, পৌর বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে,পৌর বিএনপির সাধারণ সস্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহবুব এ হাসান টিটো, পৌর বিএনপি নেতা এ্যাড.শামসুজ্জামান নান্নু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন সাঁথিয়ার ছোন্দহ পুকুরপাড় মসজিদের পেশ ইমাম মামুনুল হক।
0 Comments