Header Ads Widget

Responsive Advertisement

বগুড়ায় টিএমএসএস'র আওতাধীন কাঁচা বাজারের শুভ উদ্বোধন হলো

 


এ কে খান, পাবনা :

মধ্যস্থতাকারী নয়, নিরাপদ ও অর্গানিক সকল পণ্য মিলবে সরাসরি কৃষকের নিকট থেকে এই লক্ষ্যকে সামনে নিয়ে বগুড়ায় বিশিষ্ট সমাজ সেবক, প্রখ্যাত নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত, টিএমএসএস কাঁচাবাজার লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নিরাপদ ও অর্গানিক কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সকল সামগ্রী এক ছাদের নিচে পাওয়ার সুবিধার্থে বগুড়ায় যাত্রা শুরু করেছে টিএমএসএস কাঁচাবাজার লিমিটেড। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে পরিবেশ বান্ধব এই কাঁচা বাজারের উদ্বোধন করা হয়। কাঁচা বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আধুনিক টিএমএসএস'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জাবান। এ সময় টিএমএসএসের প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উদ্বোধনী বক্তব্যে পরিবেশবান্ধব এই বাজার চালু করা প্রসঙ্গে বলেন, বাজারটির শেড তৈরি করা হয়েছে দেড়শো কিলোওয়াট শক্তি সম্পন্ন সোলার প্যানেল দিয়ে। যার মাধ্যমে বাজারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও যুক্ত হবে। প্রাথমিক ভাবে ৬১টি স্থায়ী ও ৩০টি অস্থায়ী দোকানের মধ্য দিয়ে বাজারটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও ক্রেতা চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এ বাজারের কলেবর বাড়ানো হবে। বাজারটিতে ক্রেতারা নিরাপদ ও অর্গানিক খাদ্যপণ্যের পাশাপাশি কীটনাশকমুক্ত ফল, শাকসবজি, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন কৃষিপণ্য সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে বিক্রয় করা হবে যেখানে কোন মধ্যস্থতাকারী থাকবে না। প্রকৃত অর্থে সাধারণ মানুষকে বিষমুক্ত সবজির পাশাপাশি নিরাপদ খাদ্যপণ্য সরবরাহই মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস'র উপদেষ্টা আয়েশা বেগম, বর্তমান তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক ও উদ্যোক্তা ব্যক্তিত্ব  বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার, টিএমএসএসের হেলথ সেক্টর প্রধান ও উপ-নির্বাহী পরিচালক রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, টিএৃএসএস'র সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক লায়ন মোঃ সোহরাব আলী খান, সাজ্জাদুল বারী সুমন ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান প্রমূখ। বাজারটি নারী ক্রেতা ও উদ্যোক্তাদের জন্য বাজারটিতে রাখা হয়েছে নারী বান্ধব অবকাঠামো। যেখানে নিরাপদ চলাচলের পথ, পর্যাপ্ত আলো, মনিটরিং ব্যবস্থা থাকবে এতে নারীদের অংশগ্রহণ বাড়বে এবং ব্যবসায়িক পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় হবে। এছাড়াও বাজারে রয়েছে উন্নত স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সুবিধা।

সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমী এর অধ্যক্ষ এবং নির্বাহী পরিচালক এর একান্ত সচিব (প্রশাসন) মো. আব্দুল হান্নান। 

এ সময় নানা শ্রেণি পেশার মানুষ, টিএমএসএসের উপদেষ্টা, পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, কাঁচা বাজার মালিক পক্ষের সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ