Header Ads Widget

Responsive Advertisement

নওগাঁয় জলবায়ু ঝুঁকি ও সহনশীল উৎপাদন ব্যবস্থা বিষয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

 


এ কে খান, পাবনা :

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে নওগাঁয় উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের নারী জাগরণের পথিকৃৎ, প্রখ্যাত নারী সংগঠক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পযায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজারে টিএমএসএস জোন অফিস কার্যালয়ে শনিবার ১৩ ডিসেম্বর এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও দ্য ওয়ার্ল্ড'র সহযোগিতায় ও টিএমএসএস বাস্তবায়িত সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ এন্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট-অটোমোবাইল ওয়ার্কশপ) প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের বিষয় ছিল জলবায়ু ঝুঁকিপূর্ণতা ও জলবায়ু সহনশীল রিসোর্স এফিসিয়েন্সি গ্রিনার প্রোডাকশন। প্রশিক্ষণে আটটি খাতের বিভিন্ন উদ্যোক্তারা অংশ নেয়। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএস'র নওগাঁ জোনের, জোন প্রধান মোঃ হানজালাল রহমান। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্টাল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইনস্ট্রাক্টর শাহরিয়ার নাফিস, নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস'র অপারেশন-৩ রাজশাহী ডোমেইনের, ডোমেইন প্রধান উপ-পরিচালক এস. এম. বাবুল, মামলা পরামর্শক মোঃ মনিরুল ইসলাম, নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মাহবুব আলম, টিএমএসএস স্মার্ট-অটোমোবাইল ওয়ার্কশপের টেকনিক্যাল কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ রিয়াদ ও সহকারী টেকনিক্যাল কর্মকর্তা মোঃ মামুন প্রমূখ। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ঝুঁকি নিরূপণ, অগ্নি নিরাপত্তা, পরিবেশবান্ধব ও নিরাপদ উৎপাদন পদ্ধতি, টেকসই ও দক্ষ সম্পদ ব্যবহারের মাধ্যমে আরইসিপি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএস'র আরইসিপি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ