এ কে খান, পাবনা ব্যুরো :
দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র অপারেশন-৮ বরিশাল ডোমেইনের মাদারীপুর জেলার, মাদারীপুর জোন নিয়ন্ত্রিত শিবচর উপজেলার শরিয়দপুর রিজিওনে টিএমএসএস'র শেখপুর নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শেখপুর নতুন শাখাটি ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হলো। শেখপুর শাখার, শাখা প্রধান মোঃ আঃ হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ঋণ বিতরণ করেন টিএমএসএসের অপারেশন-৮ বরিশাল ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়াজেদা কুদ্দুস নার্সিং ইনন্টিটিউট এর অধ্যক্ষ সুব্রত সুভন আচার্য, শিবচর থানারএস আই সাগর মিয়া শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মুনমুন আহমেদ মিয়া ও শরিয়দপুর রিজিওন প্রধান অনাদি রায় প্রমুখ। প্রধান অতিথি বলেন টিএমএসএস একটি স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন মূলক প্রতিষ্ঠান হিসাবে সারা দেশ ব্যাপী প্রত্যন্ত অঞ্চলের ভূমিহীন, দরিদ্রহীন ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে সারাদেশে নানা সেবা মূলক কর্মসূচী অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ উপজেলার শেখপুর নতুন শাখা উদ্বোধনের ফলে এই অঞ্চলের মানুষের মধ্যে টিএমএসএস'র নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড বাস্তবায়িত হবার পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত মানুষ সেবা গ্রহণের সুযোগ পাবে। তিনি এ শাখাটি উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। বিশেষ অতিথিগন টিএমএসএস কর্মকর্তাদের নতুন শাখার কর্ম এলাকায় বিভিন্ন প্রকল্প চিহ্নিত করে দ্রুত কার্যক্রম শুরু করার আহবান জানান। এ এলাকায় টিএমএসএসের শাখা উদ্বোধন করার ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে বলে তারা বিশ্বাস করেন। প্রধান অতিথি মো. গোলাম মোস্তফা সদস্যদের মধ্যে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি বলেন, টিএমএসএস একটি অলাভজনক সামাজিক ও মানবিক সেবা মূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ শাখাটি শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রমে দ্রুত গতিশীলতা আনতে কর্মকর্তাদের পরামর্শ দেন। তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি আরও বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি লাভের আশায় নহে সেবার মনোভাব নিয়েই সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার প্রতি গুরুত্ব দেন। তিনি আরো বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীলতা ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, টিএমএসএসের নতুন শাখার কর্মকর্তাগন, হিসাব কর্মকর্তা, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণি-পেশার মানুষ, টিএমএসএসের নবাগত সদস্য ও মিডিয়া কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন। এ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ৮-জন নতুন সদস্যদের মধ্যে ২৪ লক্ষ ৫০ হাজার টাকা নতুন বিনিয়োগের মাধ্যমে শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন টিএমএসএস'র মাদারীপুর জোনের, জোন প্রধান মো. মিজানুর রহমান।
উল্লেখ্য এই নতুন শাখাটি টিএমএসএসের ১০৪৫-তম শাখা হিসাবে কার্যক্রম শুরু হলো।
0 Comments