এ কে খান, পাবনা :
পাবনায় কর্মরত পুলিশ পরিদর্শক (স.) ও আরআই মো. আব্দুর রাজ্জাক হাওলাদারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) পাবনা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলরুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার নবাগত পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক হাওলাদার কর্মজীবনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমে তার অবদান প্রশংসনীয়। তিনি বদলিজনিত কারণে নতুন কর্মস্থলেও একই ভাবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন এবং তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী কর্মকর্তাকে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিদায়ী পুলিশ পরিদর্শক আবেগঘন বক্তব্যে পাবনা জেলা পুলিশ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মকালীন সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অবস), পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য প্রমুখ।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে বিদায়ী কর্মকর্তার সুস্থতা ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
0 Comments