জুবায়ের খান প্রিন্স, পাবনা :
পাবনায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের ঐতিহ্যবাহী জয়কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে পাবনা হিন্দু কল্যাণ ট্রাস্ট ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের পাবনা জেলার প্রতিনিধি ও পাবনা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মলয় দাশ রায়, পূজা উদযাপন ফ্রন্ট পাবনা জেলা শাখার সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিপঙ্কর সরকার জিতু। আরও উপস্থিত ছিলেন জয় কালিবারি মন্দিরের অহবায়ক গৌরাঙ্গ মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সদস্য সোমনাথ বাগচি, সদস্য শুভ মজুমদার, অলোক পাল, নয়ন সাহা, বিকাশ দেবনাথ, সাগর মজুমদার ও শুভ স্যানাল মানিক ঘোষ কাঠু, রিন্টু সাহা রুদ্র সরকার সংগঠনের নেতাকর্মীরা।
প্রার্থনায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও অগ্রগতি কামনা করেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ও এলাকাবাসীর অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ ছিল শান্ত ও ধর্মীয় আবহে সিক্ত। আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ থেকেই এ প্রার্থনার আয়োজন করা হয়েছে এবং অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য সকল ধর্মের মানুষেরই এই ধরনের প্রার্থনা করা উচিত।
এ আয়োজনে অংশগ্রহণকারীরা বলেন, অসুস্থ নেত্রীর সুস্থতা কামনায় সকলেরই মানবিকভাবে এগিয়ে আসা প্রয়োজন। সমাজে সম্প্রীতি বজায় রাখাসহ রাজনৈতিক শিষ্টাচার রক্ষায় এ ধরনের ব্যতিক্রমী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0 Comments