Header Ads Widget

Responsive Advertisement

নেত্রকোনায় আনসার মৌলিক প্রশিক্ষণের ৭ম ধাপের উদ্বোধন

 


এ কে খান, পাবনা :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নেত্রকোনা জেলা আনসার-ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত জেলার প্রশিক্ষণ কেন্দ্রে চলমান উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণের ৭ম ধাপের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ১০ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে  প্রশিক্ষণার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ, পেশাদারিত্ব ও আত্মকর্মসংস্থানের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ও ভিডিপি'র নেত্রকোনা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাইদ। উদ্বোধনী ভাষণে প্রধান অতিথি মোহাম্মদ জিন্নাতুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন। তিনি প্রশিক্ষণ গ্রহণ করে সদস্যদের নির্বাচন, দুর্গাপূজা সহ বিভিন্ন সময়ে স্বল্পকালীন মোতায়েন হয়ে দায়িত্ব পালন করার মতো স্বেচ্ছামূলক কর্মকান্ডে অংশগ্রহণের  কমান্ড্যান্ট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রতি জোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, এই প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দ্বারাই গঠিত হবে উপজেলা আনসার কোম্পানি এবং ইউনিয়ন ভিত্তিক আনসার প্লাটুন, যা স্থানীয় নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

​এছাড়াও, জেলা কমান্ড্যান্ট তাঁর বক্তব্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কেবল নিরাপত্তামূলক কাজে ব্যবহার না করে নিজেদের উদ্যোক্তা হওয়া, স্বনির্ভর হওয়া এবং আত্মকর্মসংস্থানের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত শৃঙ্খলিত জীবনবোধ ও দক্ষতা ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রেও সহায়ক হবে। এই মৌলিক প্রশিক্ষণ আনসার ও ভিডিপি সদস্যদের জাতীয় সেবামূলক কার্যক্রমে আরও কার্যকরভাবে অংশগ্রহণ করতে এবং ব্যক্তিগতভাবে স্বাবলম্বী হতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে ঋণ গ্রহণ করে স্বাবলম্বী হওয়া ও উদ্যোক্ত হওয়ার পরামর্শ দেন। এছাড়া তিনি বাহিনীর মহাপরিচালক কর্তৃক সংগঠনের নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান। 

তিনি বলেন মহাপরিচালক এই বাহিনীতে যোগদান করার পর পরই সংগঠনের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত কাজের গতি বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ