ওয়ান মিনিট টিভি ডেস্ক :
ব্যানবেইসে'র অধীন আটঘরিয়া উপজেলার আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে বেসিক আইসিটি ট্রেনিং ফর টিসার্স বিষয়ক ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সমাপনী ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (০৩ ডিসেম্বর) এই সমাপনী অনুষ্ঠান নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো।
সকাল ১০ টায় প্রশিক্ষণার্থীদের সাথে অনলাইনে যুক্ত হন ঢাকা ব্যানবেইসের সহকারী পরিচালক মামুন শাহারিয়ার। তিনি শিক্ষকগণের সাথে প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং ১৫ দিনে কি কি শেখানো হলো প্রশ্নোত্তরের মাধ্যমে তা যাচাই করেন। শেষে প্রশিক্ষণার্থীদের উদেশ্যে বলেন, ব্যানবেইসের অধীন আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের কিছু ত্রুটি ও সীমাবদ্ধাতা আছে। তবুও আপনারা সেটাকে চ্যালেজ্ঞ হিসেবে নিয়ে সফলভাবে আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করছেন বিধায় আবারও ধন্যবাদ জানাই।
সকাল ১১টা শরু হয় আলোচনা সভা ও বিদায় অনুষ্ঠান। আলোচনা সভায় ব্যানবেইস ইউআইটিআরসিই আটঘরিয়া শাখার সহকারী প্রোগ্রামার ফরহাদ মো. শাহরিয়ার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সদর ও আটঘরিয়া উপজেলার (অ. দা.) মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান। তিনি বলেন, উপজেলা পর্যায়ে এরকম একটি জাতীয় মানে আইসিটি ট্রেনিং সেন্টার সত্যিই আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। যে প্রশিক্ষণ রাজশাহী অথবা ঢাকা গিয়ে নিতে হতো তা আজ আমরা ঘরে বসেই নিতে পারছি। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের অনুরোধ করছি প্রশিক্ষণ যেন এখানেই শেষ হয়ে না যায়। আপনারা আজ থেকে নিজেরাই একেকজন প্রশিক্ষক। এটা ধরে রাখতে স্কুল-কলেজে গিয়ে মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে এবং যে শিক্ষকগণ প্রশিক্ষণের সুযোগ পাননি তাদের সহযোগিতা করবেন।;তাদরকেও কন্টেন্ট তৈরিতে সহযোগিতা করবেন। সর্বোপরী শিক্ষার্থীদের আকর্ষণীয় ও আন্দোলনময় ক্লাস উপহার দিলেই আপনার এবং ব্যনবেইসের শ্রম সার্থক হবে বলে আমি মনে করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারের উপজেলা একাডেমিক সুপারভাইজার শিল্পা রানি মন্ডল। আলোচনা সভাায় প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মো. মনছুর আলম। অনুষ্ঠানের শেষ দিকে ফলাফল ঘোষণা করা হয় এবং সার্টিফিকেট বিতরণ করা হয়। অতঃপর চলে ফটোসেশান; ছবি, সেলফি, ভিডিও ধারণ শেষে একে আপরের সাথে কুশল বিনিময় করে সবাই চলে যান খাবার টেবিলে। সবাই মিলে দুপুরের লান্স সেরে বিদায় পর্ব শেষ করেন।
উল্লেখ্য, ব্যানবেইস কর্তৃক আটঘরিয়া উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কুল, কলেজ এবং মাদরাসা সর্বমোট ২৪ জন শিক্ষক এই আইসিটি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। ১৩ নভেম্বর থেকে শুরু হয় এবং ০৩ ডিসেম্বর শেষ হয়। মোট কার্যদিবস ছিল ১৫ দিন। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ০১:১৫ পর্যন্ত ছিল প্রশিক্ষণ আওয়ার। মাঝে ১১:১৫ টায় ছিল টি ব্রেক। বিকেলে চলতে অপর ব্যাচের প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য ছিল টিএ এবং কিছু সম্মানীর ব্যবস্থা।
0 Comments