Header Ads Widget

Responsive Advertisement

পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে পাবনার নবাগত পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে ক্লাবের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ক্লাব সদস্যরা নিজ নিজ পরিচয় তুলে ধরে এসপির সাথে পরিচিত হন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এর সাংবাদিক আখতারুজ্জামান আখতার।সভায় অংশ নেওয়া সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের কাছে ন্যায়ভিত্তিক পুলিশিং, গণমাধ্যমের সঙ্গে সমন্বয়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা ও পুলিশের বিভিন্ন কার্যক্রমে আরও স্বচ্ছতার প্রত্যাশা তুলে ধরেন। মতবিনিময়ে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, পাবনায় দায়িত্ব পালন করতে এসে প্রথমেই আমি একটি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকব। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখবে। কোনও পুলিশ সদস্যের আচরণে কেউ যাতে আতঙ্কিত না হয়, সে বিষয়ে নজর থাকবে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে আমি বদ্ধপরিকর। পাবনার জনগণের প্রত্যাশিত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব এবং সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, এবিএম ফজলুর রহমান, সম্পাদক জহুরুল ইসলাম ও সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন। উন্মুক্ত আলোচনায় মতামত তুলে ধরেন সাংবাদিক আব্দুল হামিদ খান, ২১শে টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, এটিএন নিউজের রাইসুল ইসলাম রিজভী জয়, ৭১ টেলিভিশনের মুস্তাফিজুর রহমান রাসেল ও বৈশাখী টেলিভিশনের মিজানুর রহমান প্রমুখ। সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন তার বক্তব্য শেষে নিজের লিখিত বই “কলাম সংগ্রহ” পুলিশ সুপারের হাতে তুলে দেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মশিউর রহমান মন্ডল, পাবনা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন, টিআই প্রধান সাদাকাতুল বারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ