Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

 


জুবায়ের খান প্রিন্স, পাবনা:

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রবাসে গমনেচ্ছুক ও প্রবাস ফেরতদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক মো. আবু সাঈদ–এর সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবাসে যাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা, নাগরিক সেবা, দক্ষতা উন্নয়ন এবং দালাল চক্র থেকে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বিশেষ অতিথি পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, প্রবাসে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন এবং সরকারি ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসে গেলে সাফল্য নিশ্চিত করা সম্ভব। স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. মোখলেছুর রহমান।

বক্তারা আরও জানান, প্রবাসীদের কল্যাণে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ২০২৫ সালের নভেম্বর মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে এক লাখের বেশি প্রবাসী ও যাত্রীকে বিভিন্ন মানবিক ও জরুরি সেবা দেওয়া হয়েছে, যা প্রবাসীদের নিরাপদ যাত্রা ও কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ