Header Ads Widget

Responsive Advertisement

পাবনা জেলা পুলিশের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

 

এ কে খান, পাবনা ব্যুরো :

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে পাবনা জেলা পুলিশ।

যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে দিবসটির সূচনা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত ‘দুর্জয় পাবনা’, পুলিশ লাইনস মাঠে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ এবং পাবনা জেলা পুলিশের উদ্যোগে নির্মিত বালিয়াহালট স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পাবনার নবাগত পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের মাধ্যমে পাবনা জেলা পুলিশ মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করে। পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জাতির সূর্যসন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রেজিনুর রহমান, পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন জেলা পুলিশের কর্মকর্তাগণ। 

মহান বিজয় দিবস উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয়।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ