জুবায়ের খান প্রিন্স, পাবনা :
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) পাবনায় বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনসহ একাধিক মানবিক সংগঠনের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা বের করেন। পরে মানববন্ধন ও নানা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে পাবনা প্রেসক্লাবে আলোচনা সভা ও পাবনা জেলা কমিটির পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবাধিকার রক্ষায় সম্মিলিত দায়িত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি
এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি, পাবনা প্রেস ক্লাব
বিশেষ অতিথি
মির্জা আজিজুর রহমান, সিনিয়র আইনজীবী ও সভাপতি, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি; মো. জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা; আব্দুল মান্নান খান চুক্কি, উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা; মো. আলিম মোল্লা, উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা; মো.আব্দুল ওয়াদুদ, উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা; মো. আবু জাফর, উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা; মো. আবু দাউদ, উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, জেলা শাখা পাবনা।
সভাপতিত্ব ও পরিচালনা
সভাপতি : মো. সিরাজুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা।
পরিচালনা : মো. সজীব বিশ্বাস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা কেবল আইনগত বাধ্যবাধকতা নয়—এটি একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। বৈশ্বিক মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে বাংলাদেশেও নাগরিক অধিকার সুরক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
আলোচনা শেষে আগামী বছরের মানবাধিকার বিষয়ক কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
0 Comments