Header Ads Widget

Responsive Advertisement

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত



এ কে খান, পাবনা : 

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডের উন্নয়ন ও কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে এক পযালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের রাজশাহীর প্রধান কার্যালয়ের সভাকক্ষে ২ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হলো এ পর্যালোচনা সভা। 

সভায় ব্যাংকের নীতিগত অগ্রগতি, পরিচালন দক্ষতা বৃদ্ধি ও গ্রাহকসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা, ব্যাংকের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি সবাইকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি বলেন এ প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি এ ব্যাংকের সেবা মূলক কার্যক্রম সাধারণ কৃষক ও সকল মানুষের মধ্যে পৌঁছে দেওয়া জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক প্রশাসন মো. আতিকুল ইসলাম, মহাব্যবস্থাপক

তাজ উদ্দিন আহম্মদ, মহাব্যবস্থাপক, আইসিসি ও রাজশাহী বিভাগের বিভাগীয় মহাব্যবস্থাপক (অ. দা.) মো. রহমতুল্লাহ সরকার, বিভাগীয় মহাব্যবস্থাপক, রংপুর বিভাগ। সভায় বক্তারা ব্যাংকের আর্থিক অগ্রগতি, ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং শাখাসমূহের সার্বিক কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি আগামী বছরের লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং গ্রাহক সেবাকে আরও আধুনিক ও গ্রাহক বান্ধব করার বিষয়ে নানা দিক নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে কর্মকর্তারা ব্যাংকের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ