এ কে খান, পাবনা :
পটুয়াখালীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, সামাজিক বিনিয়োগভিত্তিক ‘সঞ্জীবন প্রকল্প’ সদস্যদের আত্মনির্ভরশীলতা অর্জন ও আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সোমবার (৮ ডিসেম্বর) পটুয়াখালীর চান্দুপাড়ায় প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। সকাল ৯টার পর মহাপরিচালক প্রকল্পস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে নির্বাচিত ‘সামাজিক সুরক্ষা দল-১, (কলাপাড়া, পটুয়াখালী) ও ‘সামাজিক সুরক্ষা দল–২’ (বেতাগী, বরগুনা)-এর মোট ৬৪ জন উদ্যোক্তার সঙ্গে মতবিনিময় করেন। উদ্যোক্তাদের পরিকল্পনা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। মহাপরিচালক বলেন, “সামাজিক বিনিয়োগ মডেলভিত্তিক সঞ্জীবন প্রকল্প সদস্যদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মৌলিক চাহিদা পূরণ ও দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, সঞ্জীবন, আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই প্রকল্প কৃষি ও অকৃষি উভয় খাতে প্লাটুনভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ সৃষ্টি করছে, যা সুবিধাবঞ্চিত সদস্যদের জীবিকা উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অগ্রগতিতে সহায়ক হবে। বাহিনীর সদস্যদের পেশাগত উৎকর্ষ অর্জনের আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, আধুনিক প্রশিক্ষণ, দেশপ্রেম, সততা ও নৈতিক আদর্শকে ধারণ করে প্রত্যেককে আরও দক্ষ ও দায়িত্বশীল হয়ে উঠতে হবে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে আনসার-ভিডিপি'র সকল স্তরের সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ প্রদর্শন করতে হবে। পরিদর্শনকালে তিনি সঞ্জীবন প্রকল্পের জমির কাগজপত্র ও দলিলাদি পর্যালোচনা করেন ও সম্ভাব্য জটিলতা দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করেন। নির্বাচনের আগে সদস্যদের সঙ্গে মতবিনিময় ও প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা আনায় এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মহাপরিচালকের সাথে উপস্থিতি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের, রেঞ্জ কমান্ডার পরিচালক মো. আব্দুস সামাদ, আনসার-ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট ও বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ।
0 Comments