Header Ads Widget

Responsive Advertisement

ফরিদপুর কালামৃধা টিএমএসএস’র নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

 

এ কে খান,পাবনা :

দেশের সমাজ পরিবর্তন, নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপক ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানসম্পন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র কালামৃধা নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে অবস্থিত টিএমএসএস’র অপারেশন–৮, বরিশাল ডোমেইনের আওতাধীন ফরিদপুর জোন নিয়ন্ত্রিত এই শাখাটির উদ্বোধন করা হয় ১৫ ডিসেম্বর। এদিন নতুন শাখার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়।

ফরিদপুর জোনের জোন প্রধান মোঃ আবু বকর সিদ্দিক-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন ও সদস্যদের মাঝে ঋণ বিতরণ করেন ভাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালামৃধা থানার সাব ইন্সপেক্টর রামপ্রসাদ, কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল মাতুব্বর, জনতা ব্যাংক কালামৃধা শাখার ব্যবস্থাপক পিও মোঃ আলাউদ্দিন এবং টিএমএসএস’র অপারেশন-৮ বরিশাল ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ গোলাম মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোমিনুল ইসলাম বলেন, টিএমএসএস একটি স্বনামধন্য স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা, যা দেশের প্রত্যন্ত অঞ্চলের ভূমিহীন, দরিদ্র ও সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টিএমএসএস’র মাধ্যমে সারাদেশে বিভিন্ন সেবামূলক ও মানবিক কর্মসূচি অত্যন্ত সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। কালামৃধা নতুন শাখা চালু হওয়ায় এ অঞ্চলের সাধারণ মানুষ বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী টিএমএসএস’র নানাবিধ সেবা গ্রহণের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

ডোমেইন প্রধান মোঃ গোলাম মোস্তফা বলেন, টিএমএসএস একটি অলাভজনক সামাজিক ও মানবিক সেবামূলক প্রতিষ্ঠান, যা লাভের উদ্দেশ্যে নয় বরং সেবার মানসিকতা নিয়ে তৃণমূল পর্যায় থেকে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। নতুন এ শাখা উদ্বোধনের মাধ্যমে সম্ভাবনাময় এই এলাকায় টিএমএসএস’র কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি কর্মকর্তাদের সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথিবৃন্দ টিএমএসএস কর্মকর্তাদের নতুন শাখার কর্মএলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প চিহ্নিত করে দ্রুত কার্যক্রম শুরু করার আহ্বান জানান এবং এই শাখা এলাকার সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিএমএসএস’র ভাঙ্গা রিজিওনের রিজিওন প্রধান মোঃ বাবুল হোসেন ও সমাজসেবক শিরিন সুলতানা।

নতুন শাখা উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, টিএমএসএস’র কর্মকর্তা-কর্মচারী, নবাগত সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১১ জন নতুন সদস্যের মাঝে ৩৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণের মাধ্যমে শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমএসএস’র কালামৃধা শাখার শাখা প্রধান মোঃ সোহেল রানা।

উল্লেখ্য, কালামৃধা শাখাটি টিএমএসএস’র ১০৪৩তম শাখা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ