Header Ads Widget

Responsive Advertisement

সাঁথিয়ার একমাত্র শহীদ বুদ্ধিজীবী খন্দকার আবুল কাশেম (কালু)


মনসুর আলম খোকন

আজ ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমাদের সাঁথিয়ায় একজন শহীদ বুদ্ধিজীবী আছেন এটা এখনো আমরা অনেকেই জানি না। সাঁথিয়ার চোমরপুর গ্রামের খন্দকার নবাব আলী মাস্টারের ছেলে খন্দকার আবুল কাশেম (কালু) একজন গেজেটভুক্ত (গেজেট নং ৬৩) শহীদ বুদ্ধিজীবী যিনি মুক্তিযুদ্ধচলাকালীন সময়ে সরকারি এডওয়ার্ড কলেজের শরীরচর্চা শিক্ষক ছিলেন। কর্মজীবনের প্রথমদিকে তিনি কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি ছিলেন জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর ছাত্র। তাঁর বিয়ের ঘটকালি করেছিলেন প্রখ্যাত ভাষা সৈনিক আব্দুল মতিন। কিন্তু দু:খজনক ঘটনা, ১৯৭১ সালের ০৯ ই সেপ্টেম্বর পাবনা শহর থেকে বাড়ি আসার পথে সন্ধ্যার দিকে সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ ব্রিজের কাছে পাক হানাদাররা তাঁকে তুলে নিয়ে সাঁথিয়া হাই স্কুল ক্যাম্পে নিয়ে যায়। পরে নগরবাড়িতে নিয়ে তাকে হত্যা করা হয়।  তাঁর সহধর্মিনী মৌলুদা বেগম ও তাঁর ছেলে কণক খন্দকার ঢাকাতে বসবাস করেন। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ