এ কে খান, পাবনা :
'শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা'এ স্লোগানকে সামনে রেখে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ১০ দিনব্যাপী টিডিপি মৌলিক প্রশিক্ষণ–৫ম ধাপের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার ১১ ডিসেম্বর রতনা আমিন মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের, রেঞ্জ কমান্ডার পরিচালক মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস বলেছেন, উদ্যোক্তা তৈরি হলে আত্মনির্ভরশীলতা বাড়ে, আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয় এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধি পায়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা উত্তম কুমার দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম। প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সামাদ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের তরুণ সমাজকে সামাজিক শক্তিতে রূপান্তরিত করতে কাজ করছে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে প্রতিটি উপজেলায় ‘সঞ্জীবন প্লাটুন’ গঠন করা হবে। এর মাধ্যমে বেকার আনসার- ভিডিপি সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং জাতীয় সমৃদ্ধিতে অবদান রাখাই মূল লক্ষ্য। রেঞ্জ কমান্ডার আরও বলেন, স্বাবলম্বী হওয়ার প্রথম ধাপ হলো দক্ষতা অর্জন এবং দ্বিতীয় ধাপ হলো সেই দক্ষতায় ধারাবাহিকতা বজায় রাখা। টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুধু কর্মদক্ষতা নয়, আত্মবিশ্বাস তৈরিরও বড় সুযোগ। তিনি প্রশিক্ষণার্থীদের শেখা জ্ঞান কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক ভূমিকা পালনের আহ্বান জানান। প্রশিক্ষণে ক্ষুদ্র ব্যবসা শুরু, সরকারি সহায়তার সদ্ব্যবহার, আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয়, মহিলা উদ্যোক্তা উন্নয়ন এবং আধুনিক আত্মকর্মসংস্থানের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধান অতিথি আরও বলেন বর্তমান সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। কারিগরি শিক্ষায় দক্ষ হলে নিজের ও দেশবাসীর জন্য কিছু করা সম্ভব তিনি মনে করেন। তিনি সদস্যদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। বাহিনীর মহাপরিচালক এ সংগঠনে যোগদান করার পর নানা কার্যক্রম বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। তিনি নানা কর্মসূচি গ্রহণ করে সংগঠনটিকে আরও সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করার জন্য বাহিনীর মহাপরিচালক কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে ৪৫ জন পুরুষ ও ২৫ জন নারীসহ মোট ৭০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম ধাপ বরিশাল বিভাগের বরিশাল জেলায় মোট ৭২০ জন এবং ভোলা জেলায় ৪৩২ জন প্রশিক্ষণার্থী একই দিনে সম্পন্ন করেছেন।
0 Comments