Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় পুলিশের প্যারেড মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত



এ কে খান, পাবনা :

পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড ১০ ডিসেম্বর সকাল সারে আট ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ করেন পাবনা জেলার নবাগত পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। এ সময় পাবনা জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যগণ মাস্টার প্যারেডে অংশ নেয়। 

প্যারেড  অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার প্যারেডে অংশ গ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।  তিনি জেলা পুলিশের সকল সদস্যদেরকে পুলিশের ডিসিপ্লিন মেনে পেশাদারিত্বের সাথে নিজ নিজ অবস্থানে থেকে নিজেদের দায়িত্ব পালনে ব্রতী  হওয়ার জন্য আহ্বান জানান। মাস্টার প্যারেডে, প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার। পরে, সকাল সারে দশ ঘটিকায় পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ  অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয়। একই সাথে অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করেন পুলিশ  সুপার মো. আনোয়ার জাহিদ। কল্যাণ সভা পরবর্তী দুপুর সারে বারো ঘটিকায় পাবনা পুলিশ সুপার অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলার  সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা  ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা  হয়। জেলার আইন শৃঙ্খলা সংক্রান্তে পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা,  অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণকে  বিভিন্ন গুরুত্বপূর্ণ  দিক নির্দেশনা প্রদান করেন। সভায় নভেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ০১জন অফিসার কে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন এবং পিআরএল গমন কারি ০৪ জন কে ক্রেস্ট এবং জায়নামাজ প্রদান করেন।

এসময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান ও পাবনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ