Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় 'এসো দেশ বদলাই পৃথিবী বদলাই' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

 


জুবায়ের খান প্রিন্স, পাবনা :

পাবনা তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কর্মসূচির অংশ হিসেবে জেলা তথ্য অফিসের আয়োজনে ১লা ডিসেম্বর সোমবার সকাল ১১টায় উত্তরবঙ্গের প্রাচীন বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজ এর শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল এর সভাপতিত্বে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা  সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল আওয়াল তিনি বলেন তিনি আগামীর সমৃদ্ধ গড়তে তরুণদের তথ্য নির্ভর জ্ঞান অর্জন করতে হবে আজ ও আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে তরুণদের ভূমিকা অপরিসীম সেই লক্ষ্যে বাংলাদেশ কে বিশ্বের মাঝে এগিয়ে নিতে নিজেদের যোগ্য করে গড়তে হবে, তোমরা দেশ পরিবর্তন দেশের নতুন সম্ভাবনা গড়তে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিজেকে পরিবর্তন করতে হবে আগে তবে তুমি দেশ পরিবর্তন করতে পারবে এবং তোমার এই পরিবর্তনই দেশের গন্ডি পেরিয়ে সারাবিশ্বে মাইলফলক স্পর্শ করতে সক্ষম হবে। অবাধ তথ্যনির্ভরের যুগে তোমরাই পারবে বেকারত্ব সমস্যা ঘোচাতে, মাদকের ভয়াল থাবা থেকে নিজের রক্ষা করতে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে।  তোমরাই আগামী তোমরাই পৃথিবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহা. কলিমুদ্দিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শামছুল ইকবাল খান। বক্তারা বলেন আজকের তরুণরাই উড়তে পারে তথ্য প্রযুক্তির বিপ্লবের স্বপ্নে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে তারা অগ্রসর হয়েছে নতুন নতুন আবিষ্কার এর পাশাপাশি নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে এটা আমাদের আশার বলো বয়ে আনে। আমরা বিশ্বাস করি তোমরাই আগামীর মানবিক পৃথিবী গড়তে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নূরুল আলম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসমা উল হুসনা, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ওহিদুল ইসলাম, গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তাজেরুল ইসলাম, ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু সাইদ, পাবনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আরটিভি স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, দৈনিক স্পষ্টবাদীর সহযোগী সম্পাদক শিশির ইসলাম, আজকের দর্পণ এর পাবনা জেলা প্রতিনিধি ফজলুল কবির, দৈনিক স্পষ্টবাদী চীফ ফটোগ্রাফার তুহিন আব্দুল্লাহ, চ্যানেল আই এর ক্যামেরা পার্সন শাহিনসহ কলেজের সহস্রাধিক শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠান সমন্বয় করেন পাবনার সিনিয়র জেলা তথ্য অফিসার মো. সামিউল আলম।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ