এ কে খান পাবনা :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলার উদ্যোগে উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণের ষষ্ঠ ধাপে সমাপনী অনুষ্ঠান ৬ ডিসেম্বর শনিবার নগরীর মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
১৪ দিন মেয়াদি ১৩৬ জন তরুণ শিক্ষিত উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন। তিনি বলেন দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ আনসারের মুল পরিচয়। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজের, দেশের ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। প্রশিক্ষণার্থীদের অর্জিত সক্ষমতাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করে নিজেদের উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ভুমিকা রাখতে হবে। বাহিনীর যুগোপযোগী বহু প্রশিক্ষণ ও কার্যক্রম হাতে নেওয়ায় রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম পিভিএমএস এই যুগান্তকারী প্রশিক্ষণ কোর্স কার্যক্রম চালু করায় বাহিনীর মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান। আনসার মৌলিক প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে অবদান রাখার মিশন ও ভিশন নিয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য তার বক্তবে প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা শপথ গ্রহণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গর্বিত সদস্য হিসেবে দেশ সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানে রংপুর আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স অধিনায়ক রাশেদুল ইসলাম বিএএমএস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ সহিদুল ইসলাম ও প্রশিক্ষণার্থীদের মধ্যে জাহিদুল ইসলাম সৈকত প্রমূখ বক্তব্য দেন।
অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনায় করেন সদর উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান। প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষনে শর্ট গানে গুলি ছোঁড়ায় অনুশীলন করেন। পাশাপাশি শারিরীক সক্ষমতা কৌশলগত অনুশীলন শৃঙ্খলামুলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য ৪ জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট বিতরণ করা হয়।
0 Comments