Header Ads Widget

Responsive Advertisement

নড়াইলে নবনির্মিত উপজেলা আনসার ভিডিপি কার্যালয় উদ্বোধন

 


এ কে খান, পাবনা :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলার কালিয়া উপজেলায় নবনির্মিত আনসার-ভিডিপি কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন ও নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কমান্ডার, উপ-মহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী, বিএম।এ কালিয়া উপজেলার পূর্বের আনসার–ভিডিপি কার্যালয়টি উপজেলা পরিষদের ভেতরে অবস্থিত একটি প্রায় ৭০-৮০ বছরের পুরোনো ভবনে পরিচালিত হতো। দীর্ঘ সময় ব্যবহারের কারণে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় প্রশাসনিক কার্যক্রমে নানা সমস্যার সৃষ্টি হয়। স্থানীয় পর্যায়ে সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন ভবন নির্মাণ করে আনসার ও ভিডিপি অধিদপ্তর। উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে উপ-মহাপরিচালক ভাতাভুক্ত সদস্য–সদস্যাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ববোধ, পেশাগত শৃঙ্খলা, মাঠপর্যায়ে সেবা কার্যক্রমের মানোন্নয়ন, কার্যকারিতা বৃদ্ধি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।মতবিনিময় শেষে নতুন ভবনের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন উপ-মহাপরিচালক আবুল হাসান ফরিদী। তিনি দলনেতা, দলনেত্রী, সদস্যা–সদস্যাদের নিয়ে ভবনের বিভিন্ন কক্ষ ও কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, রেকর্ড সংরক্ষণ, সেবা প্রদানসহ প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।

নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে কালিয়া উপজেলায় আনসার ও ভিডিপির কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং স্থানীয় পর্যায়ে সমন্বয়, তদারকি ও সেবা প্রদানের মান বৃদ্ধি পাবে বলে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে বক্তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক'র প্রজ্ঞাবান নেতৃত্ব, সার্বিক সহায়তা ও দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় নড়াইল জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, আনসার ভিডিপি সদস্য, কোম্পানি কমান্ডার, গন্যমান্য ব্যক্তিবর্গ নানা শ্রেণি পেশার মানুষ ও মিডিয়া কমী প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ