Header Ads Widget

Responsive Advertisement

নিলফামারী আনসার প্রশিক্ষণে রংপুর রেঞ্জ কমান্ডারের ক্লাস পরিচালনা ও সাইকেল বিতরণ



এ কে খান :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান আনসার মৌলিক প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আওয়াল, বিভিএম, পিভিএমএস  প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক ক্লাস পরিচালনা করেন। রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল ১১ নভেম্বর  নীলফামারী জেলায় চলমান আনসার মৌলিক প্রশিক্ষণ ক্লাসে বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, আনসার আইন ও তার গুরুত্বপূর্ণ দিকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর গৃহীত নানা কর্মসূচী সম্পর্কে আনসার সদস্যদের অবহিত করেন। তিনি সদর দফতর থেকে শুরু করে রেঞ্জ, জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামো সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন।উপমহাপরিচালক প্রশিক্ষণার্থীদের স্বল্প কালীন মোতায়েন কৌশল, দায়িত্ব ও কর্তব্য বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং পূর্ববর্তী স্বল্প মোতায়েন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি সকল প্রশিক্ষণার্থীকে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম ও ঋণ বিষয়ক কমকান্ড সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি প্রশিক্ষণাথীদের নিজেদের স্বাবলম্বী, আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। 

প্রযুক্তিনির্ভর যুগে এগিয়ে যেতে তিনি প্রশিক্ষণার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় তিনি আভিএমআইএস অ্যাপস ও সুখী অ্যাপ সম্পর্কে ধারণা প্রদান করেন এবং বাহিনীর সদস্যদের জন্য গ্রহণকৃত স্বাস্থ্যসেবা উদ্যোগসমূহ তুলে ধরেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি প্রশিক্ষণার্থীদের কে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানান এবং উপজেলা পর্যায়ে ভিডিপি সদস্যদের তথ্য আভিএমআইএস অ্যাপে ইনপুট নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি ৫ই আগস্ট পরবর্তী সময়ে আনসার বাহিনীর প্রশংসনীয় ভূমিকা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত ভাবে দায়িত্ব পালনের চিত্র প্রশিক্ষণার্থীদের সামনে উপস্থাপন করেন। ক্লাস শেষে তিনি প্রশিক্ষণার্থীদের সুখী ও সফল জীবন কামনা করে বক্তব্য শেষ করেন। পরিশেষে রংপুর রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল জেলার আনসার ভিডিপি সংগঠনের  তৃণমূল পর্যায়ে কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে নীলফামারী জেলার ০৬টি উপজেলার ২০ জন ভাতাভোগী আনসার সদস্যের মধ্যে ২০টি বাইসাইকেল বিতরণ করেন।

এ সময় নীলফামারী আনসার ও ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট মোঃ মাজাহারুল ইসলাম, সার্কেল এডজুটেন্ট, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, চলমান প্রশিক্ষক কর্মকর্তা, ব্যাটালিয়ান আনসার ও প্রশিক্ষরত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ