এ কে খান :
বগুড়া জেলা অষ্টম কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষে জেলার ২১৬টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ও তাদের লিডারগণ বগুড়ার টিএমএসএস পরিচালিত ফাইভ স্টার হোটেল মমইন নিয়ন্ত্রিত উত্তর জনপদের অন্যতম বৃহৎ বিনোদন কেন্দ্র টিএমএসএস বিনোদন জগৎ পরিদর্শনে এসে এক আনন্দঘন দিন কাটিয়েছে। ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যয় নিয়ে স্কাউটরা ৮ নভেম্বর শনিবার এই সফরে অংশ নেয়। পরে ড. এনামুল হক আট এন্ড কালচারাল একাডেমি মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিদর্শন পরবর্তী আলোচনায় কাব স্কাউট ও লিডারদের উদ্দেশে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম। তিনি স্কাউটদের দেশপ্রেম, নিয়মানু বর্তিতা ও সেবার মানসিকতা নিয়ে বেড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন "আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। স্কাউটিংয়ের মাধ্যমে তোমরা যে শিক্ষা গ্রহণ করছ, তা তোমাদের সৎ, সাহসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। পড়া লেখার পাশাপাশি স্কাউটিংয়ের শিক্ষা তোমাদের জীবনে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবসময় বড়দের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং দেশের জন্য কাজ করবে। ডক্টর হোসনে আরা বেগম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের স্কাউট আন্দোলনের আদর্শকে মনে-প্রাণে ধারণ করার আহ্বান জানান। ২১৬টি স্কুলের কয়েক হাজার কাব স্কাউট এবং তাদের লিডাররা টিএমএসএস বিনোদন জগতের বিভিন্ন রাইড এবং মনোরম পরিবেশ উপভোগ করেন। তারা টিএমএসএস-এর বিস্তৃত পরিসর দেখে মুগ্ধ হন। এই সফরের মাধ্যমে কাব স্কাউটরা একে অপরের সাথে পরিচিত হওয়ার এবং দলবদ্ধ ভাবে কাজ করার সুযোগ পায়, যা স্কাউটিংয়ের মূল মন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। দলনেতারা জানান, এই ধরনের শিক্ষামূলক এবং বিনোদনমূলক সফর শিশুদের মানসিক বিকাশে অত্যন্ত সহায়ক। টিএমএসএস কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা ও ব্যবস্থাপনার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। অষ্টম বগুড়া জেলা কাব ক্যাম্পুরীর অংশ হিসেবে এই পরিদর্শনের প্রধান উদ্দেশ্য ছিল কাব স্কাউটদের মাঝে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন জোরদার করা। তাদের শিক্ষা ও বিনোদনের সমন্বয় ঘটানো। টিএমএসএস-এর মতো একটি বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া।
মোটকথা, অষ্টম বগুড়া জেলা কাব ক্যাম্পুরীর অংশ হিসেবে এই পরিদর্শন কাব স্কাউট ও লিডারদের জন্য ছিল এক সফল, শিক্ষামূলক এবং অনুপ্রেরণা দায়ক অভিজ্ঞতা। এ সময় ২১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের কাব সদস্য, শিক্ষকমন্ডলী, টিএমএসএস'র উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস'র উর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, নানা শ্রেণি পেশার মানুষ, মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিবাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন ও ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।
0 Comments