Header Ads Widget

Responsive Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ : আনসার মৌলিক প্রশিক্ষণে ডিডিজি


এ কে খান, পাবনা :

​লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে চলমান আনসার মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে বাহিনীর উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস প্রশিক্ষণার্থীদের উদ্দেশে এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক ক্লাস পরিচালনা করেছেন। 

শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত এই ক্লাসে তিনি প্রশিক্ষণার্থীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি গ্রহণের বিশেষ নির্দেশনা প্রদান করেন। ক্লাস পরিচালনাকালে উপমহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সৃষ্টি, গৌরবোজ্জ্বল ইতিহাস, আনসার আইনসংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক এবং সাংগঠনিক কাঠামোর বিস্তারিত আলোচনা করেন। এ সময় লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ কামারুজ্জামান উপস্থিত ছিলেন।উপমহাপরিচালক আধুনিক প্রযুক্তিনির্ভর বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীর সদস্যদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। তিনি আভিএমআইএস অ্যাপস, সুখী অ্যাপ এবং আনসার সদস্যদের স্বাস্থ্যসেবা বিষয়ে বাহিনীর গৃহীত আধুনিক উদ্যোগগুলো সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেন।

​তিনি তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান এবং প্রশিক্ষিত আনসার সদস্যদেরকে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করেন।

​প্রশিক্ষণার্থীদের প্রশাসনিক কার্যক্রম বোঝার সুবিধার্থে তিনি সদর দফতর, রেঞ্জ, জেলা এবং উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। এছাড়াও, স্বল্পকালীন মোতায়েনের কৌশল, উপজেলা আনসার সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং মাঠপর্যায়ে পরিচালিত পূর্ববর্তী সফল মোতায়েনের উদাহরণসমূহ উপস্থাপন করা হয়।

​ক্লাসে ভিডিপি সদস্যদের তথ্য আভিএমআইএস অ্যাপসে সঠিকভাবে ইনপুট দেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের সক্রিয় ভূমিকা পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়। দিনব্যাপী উপমহাপরিচালকের এই দিক নির্দেশনা মূলক ক্লাসটিকে প্রশিক্ষণার্থীরা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও সময়োপযোগী হিসেবে আখ্যায়িত করেন। তাদের মতে, এটি জ্ঞান ও দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে। এ সময় আনসার ভিডিপি'র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ