ওয়ান মিনিট টিভি ডেস্ক :
আনন্দঘন পরিবেশে পাবনার জনপ্রিয় উপস্থাপক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আখতারুজ্জামান জর্জে'র ৫৪ তম জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দৈনিক সিনসা কার্যালয়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথমে ছিল শুভেচ্ছা বিনিময়। অতঃপর আগত অতিথি, বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যগণ ফুলেল শুভেচ্ছা প্রদান। এছাড়া বইসহ বিভিন্ন উপহার দিয়ে দোয়া ও আশির্বাদ পর্ব। সবশেষে ছিল কেক কাটা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার বহুল প্রচারিত দৈনিক সিনসার সম্পাদক এসএম মাহাবুব আলম, লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর আলী আকবর মিয়া রাজু, কৃষিবিদ জাফর সাদিক, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, সিএনএফ টিভির চেয়ারম্যান সাংবাদিক খালেদ আহমেদ ও মিসেস আহমেদ, সাইদুল ইসলাম, সাংবাদিক রাজিব আহমেদ, সাংবাদিক মো. ইমরান নাজিম, রাব্বি ইসলাম, শেখ সোহেল রানা প্রমুখ।
পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্ত্রী শামসুন্নাহার রতনা, কন্যা অনন্যা, ছেলে জয় এবং শাশুড়ী হালিমা খাতুন।
উল্লেখ্য, আখতারুজ্জামান জর্জ সুজানগর পৌর এলাকার মানিকদীর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭১ সালে ২৯ নভেম্বর পিতা আহমদ আলী ও মাতা মোছা. খোদেজা খাতুনের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন। পাবনার পরিচিত মুখ আখতারুজ্জামান জর্জ একাধারে শিক্ষক, উপস্থাপক, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব । ছোট বেলা থেকেই তিনি পড়াশোনা মনোযোগী ও মেধাবী ছিলেন। খেলাধূলায় ছিলেন অত্যন্ত চৌকস ও কৌশলী। সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষার হাতে খড়ি এবং সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৬ সালে কৃত্বিতের সাথে এস এস সি পরীক্ষায় উর্ত্তীণ হন। ১৯৮৮ সালে সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী মহাবিদ্যালয় থেকে এইচএসসি এবং ১৯৯০ সালে সরকারি এডওয়ার্ড কলেজ থেকে কৃত্বিতের সাথে বিএ পাশ করেন। ২০০৩ সালে কুষ্টিয়া আলাউদ্দিন নগর ফিজিক্যাল কলেজ থেকে বিপিএড ডিগ্রি অর্জন করেন। সুজানগর মথুরাপুর উচ্চ বিদ্যালয়ে ২০০০ সাল থেকে অদ্যবদি শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।
আজ তার ৫৪ তম জন্মদিন উপলক্ষ্য সকল শুভাকাঙ্খীদের নিকট দোয়া কামনা করেছেন।
0 Comments