মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা :
পাবনার সাঁথিয়ায় এনসিপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর, ২৯২৫ খ্রি.) দুপুরে সাঁথিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাঁথিয়ার নওয়ানী দারুল কোরয়ান হাফিজিয়া এতিমখানায় এ আয়োজন করে।
দোয়া মাহফিলে এনসিপির জেলা কমিটির সদস্য ও উপজেলার প্রধান সমন্নয়ক বকুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সাঁথিয়া পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল গফুর, পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, এনসিপির জেলা কমিটির সদস্য, উপজেলার কমিটির যুগ্ম সমন্নয়ক সাংবাদিক মো. ফারুক হোসেন, সাঁথিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জয়নুল আবেদীন রানা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিক। এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির সদস্য ও উপজেলা যুগ্ম সমন্নয়ক, সাবেক কাউন্সিলর আবু দাউদ ফকির, পৌর যুব জামায়াতের সভাপতি নজরুল ইসলাম, এনসিপির জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম, এনসিপির জেলা কমিটির সদস্য মানিক বিশ্বাসসহ এতিমখানার শিক্ষক এবং প্রায় শতাধিক এতিম শিক্ষার্থী।
এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি রেখে শারীরিকভাবে আরও অসুস্থ করে তুলেছিলো। সুচিকিৎসার সুযোগ না দিয়ে তাঁকে এমন পরিবেশে আটকে রাখা হয়েছিল যা তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায়। তারা বলেন, খালেদা জিয়ার পরিবার তাঁকে বিদেশে চিকিৎসার জন্য বহুবার আবেদন করলেও সরকার তা উপেক্ষা করেছে। দেশবাসীর বিশ্বাস, ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিহিংসার বশবর্তী হয়েই বেগম খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করেছে। বিভিন্ন সময়ে তাঁকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র হলেও তা সফল হয়নি। কারণ, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সবসময়ই প্রাসঙ্গিক এবং তাঁর আপসহীন নেতৃত্বের প্রতি এ জাতি সবসময় আস্থাশীল।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।আল্লাহর রহমতে ও দেশবাসীর দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন বলে সবাই আশাবাদী ।
0 Comments