শিশির ইসলাম পাবনা :
পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।থানাপাড়া এলাকায় শুক্রবার রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে এ হামলা চালানো হয়। এতে কার্যালয়ের দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে দ্রুতগতিতে কার্যালয়ে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তারা ভাঙচুর চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা ভাঙচুর শেষে দ্রুত পালিয়ে যায়।
ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান ও সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম বকু বলেন, উপজেলা বিএনপি অফিসে কারা হামলা করেছে সেটা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। তবে আমাদের ধারণা প্রতিপক্ষই এই হামলা চালিয়েছে। আমাদের নিজ দলের ভেতরে কোনো ঝামেলা নেই। ঘটনাটি রাত সাড়ে বারটা থেকে একটার দিকে ঘটেছে। আমরা এখন নেতৃবৃন্দসহ কার্যালয় পরিদর্শন করছি। এরপর প্রশাসনের সাথে কথা বলব। আজ হাটের দিনে বিকেলে আমরা প্রতিবাদ মিছিল করব।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বনওয়ারীনগর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটতে পারে বলে আমাদের ধারণা। এর বাইরে অন্য কোনো কারণ দেখছি না। আওয়ামী লীগ সমর্থিত লোকজনই এসব হামলার সঙ্গে জড়িত। ৫ আগস্টের পর থেকে প্রশাসন একেবারে নীরব। প্রশাসন কোনো ধরনের সক্রিয় ভূমিকা রাখছে না বলেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে। আওয়ামী লীগ এখনো দিনের বেলায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কাউকে গ্রেফতার করা হচ্ছে না, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিকেল চারটায় আমরা প্রতিবাদ মিছিল করব এবং মামলার বিষয়েও সিদ্ধান্ত নেব। হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ফরিদপুর উপজেলার অফিসার ইনচার্জ নিশ্চিত করে বলেন, বিএনপির অফিস ভাঙচুর হয়েছে গুলি চলে নাই ককটেল বিস্ফোরণ হয়েছে। অপরাধীদের শনাক্তে অভিযান চলছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
0 Comments