এ কে খান :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ১৬ নভেম্বর রবিবার বিকেল ৩টায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে নানা শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকরা অংশ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদি শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক বিষয়ের উপর নানা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বিএনপি'র মিডিয়া সেলের আহবায়ক প্রফেসর ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএনপি'র গবেষণা ও মনিটরিং সেলের প্রধান ড. রেহান এ আসাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুর রাজ্জাক, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কুদরত ই জাহান এবং বিএনপি'র মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিব প্রমুখ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম। আলোচনায় অংশ গ্রহণকারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব, জাতীয় রাজনীতিতে এর প্রভাব এবং সমসাময়িক বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করেন। সভাটি সঞ্চালন ও পরিচালনা করেন প্রফেসর ডক্টর আমিরুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, নানা শ্রেণি পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।
0 Comments