Header Ads Widget

Responsive Advertisement

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন



মনসুর আলম খোকন, সাঁথিয়া প্রতিনিধি : 

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া শাখার মিয়াপুর বাজারস্থ গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  সোমবার (২৪ নভেম্বর,২০২৫ খ্রি.)  রাত ১ টার দিকে এ আগুন লাগানোর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১ টায় উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর শাখায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ ব্যাংকের সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সাইনবোর্ডের অংশ পুড়ে যায়। সামাজিক যােগাযোগ মাধ্যমে দেয়া আগুনের ভিডিওতে দেখা যায়, তারা প্রথমে সাইন বোর্ডে পেট্রোল ঢেলে দেয়। পরে তাতে আগুল লাগিয়ে দেয়।

সাাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান গ্রামীণ ব্যাংকে আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন দেবার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে থানায় মামলা রুজু হবে।  

গ্রামীণ ব্যাংক ক্ষেতুপাড়া শাখার ব্যাবস্থাপক সুমি খাতুন জানান, দূবৃর্ত্তরা রাতে ব্যাংকের সাইন বোর্ডে আগুন ধরিয়ে দিয়েছিল। সাইন বোর্ড পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ