এ কে খান, পাবনা :
দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে যৌথ সহযোগিতা জোরদার করণের লক্ষ্যে দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতি'র মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় বাডাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকাল বগুড়ার টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নানা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন।
পরিদর্শনকারী দল টিএমএসএস কার্যালয়ে পৌঁছালে তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম জানানো হয়। পরবর্তীতে বাডাস কর্মকর্তাদের সাথে টিএমএসএস কর্মকর্তাদের এক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বাডাস প্রতিনিধি দলে ন্যাশনাল কাউন্সিল বাডাস'র সচিব ও সমঝোতা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির, উপদেষ্টা, কার্ডিয়াক প্রকল্পসমূহ অধ্যাপক ডা. মোঃ আব্দুর রশীদ, বারডেম জেনারেল হাসপাতালের অধ্যাপক ডা. এম. এ শওকত হাসান, বাডাস সচিব ও বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ আবু তাহের খান এবং টিএমএসএস'র পক্ষে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, আধুনিক টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, বর্তমান যুগের আলোকবর্তিকা অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম, টিএমএসএস'র উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডা. মোঃ মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জাকির হোসেন, চিকিৎসা শিক্ষা-১ ডোমেইন প্রধান অধ্যাপক ডা. মোঃ অনুপ রহমান চৌধুরী, প্রশিক্ষণ ও শিক্ষা সেক্টর প্রধান ফয়জুন নাহার, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সাবেক পরিচালক শাহজাদী বেগম, টিএমসি এন্ড আরসিএইচ এর পরিচালক ডা. এফ.এম. মুছা আল মানছুর, চিকিৎসা শিক্ষা-২ ডোমেইন প্রধান ডা. এ.এইচ.এম আখতারুজ্জামান ও কার্যক্রম-২ পরিচালক আব্দুস সালাম প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনায় বাডাস প্রতিনিধি দল টিএমএসএস'র স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন। তারা স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে টিএমএসএস'র সাথে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিনিধি দল টিএমএসএস কর্তৃক পরিচালিত বায়োমলিকুলার ল্যাব, ক্যান্সার সেন্টার, হার্ট সেন্টার , ল্যাম্ব সেন্টার, ফিজিও থেরাপি সেন্টারসহ বিভিন্ন আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। টিএমএসএস ও বাডাসের মধ্যে এই সমন্বিত উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় টিএমএসএস'র উর্ধ্বতন কর্মকর্তাসহ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments