রাব্বি ইসলাম :
পাবনা শহরস্থ বালিয়াহালট মডেল মসজিদে উপস্থিত মুসল্লিদের নিয়ে বালিহালট গোরস্থান, হাফিজিয়া মাদ্রাসা ও আজাদ ঈদগাহ মাঠের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ( ৭ নভেম্বর) বাদ জুম্মা উপস্থিত এলাকাবাসী মুসল্লিদের স্বতঃস্ফূর্ত সমর্থনে পাবনার বিশিষ্ট সমাজসেবক, জাতীয় ঠিকাদার গোলাম রব্বানী কামনাকে সভাপতি এবং পাবনা আলিয়া মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামকে সেক্রেটারি করে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এছাড়া কমিটির রেজাউল ইসলাম রেজাকে সহ-সভাপতি এবং গোলাম মোস্তফাকে ক্যাশিয়ার হিসেবে ঘোষণা করা হয়।
নব নির্বাচিত সভাপতি গোলাম রব্বানি কামনা তাঁর অনূভুতি প্রকাশ করে বলেন, আপনারা আমাকে যে মহান দায়িত্ব আমকে অর্পণ করলেন তার ভার বহন করার যোগ্যতা আমার নেই। তবে আমি আন্তরিকভাবে চেষ্টা করবো এই বালিযহালট গোরস্থান, মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ মাঠের উন্নয়নে আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, সৎ নির্ভীক এবং দায়িত্বশীলতার সাথে আমাদের কর্তব্য পালন করতে হবে।
তিনি আরো বলেন, এটা আমার মসজিদ নয় এটা আল্লাহ তায়ালার মসজিদ। শেষ বিদায়ের দিনে হয়তো এই ঈদগাহ মাঠে এই গোরস্থান প্রাঙ্গণে আমাদের জানাজার পড়বে। এই গোরস্থানেই হবে আমাদের শেষ ঠিকানা। তাই আমি নিজে ব্যক্তগতভাবেও কিছু করে যেতে চাই। আমি সভাপতি থাকা অবস্থায় এই প্রতিষ্ঠানগুলোর বাকি কাজগুলো শেষ করে যেতে চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা কবির আহমেদ, ব্যবসায়িক ও ঠিকাদার কাউসার আহমেদ কনকসহ শত শত মুসল্লি।
0 Comments