Header Ads Widget

Responsive Advertisement

পাবনা জেলা জিয়া সাইবার ফোর্র-এর আহ্বায়ক কমিটি অনুমোদন— রুবেল আহ্বায়ক এবং মিরাজ সদস্য সচিব


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র  অন্যতম অনলাইন সেচ্ছাসেবী সংগঠন, জিয়া সাইবার ফোর্স- জেডসিএফ'র পাবনা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন হয়েছে।  

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫ খ্রি.) বিকালে জিয়া সাইবার ফোর্স- জেডসিএফ'র ঢাকার গুলশান কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো অনুমোদিত কমিটির তালিকা হতে এ তথ্য  জানা যায়। এতে মো. রুবেল শেখকে আহ্বায়ক ও মিরাজুল ইসলাম মিরাজকে সদস্যা সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। অনুমোদন করেন জিয়া সাইবার ফোর্স- জেডসিএফ'র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল, মহাসচিব সফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক ওয়াহিদ-উন-নবী স্কোয়াড্রন লিডার (অব:)।

কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলাতানা রহমান কেয়া,  যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান পরাগ, মাহাবুব হাসান সোহাগ, সেতু ফকির, মো. ফয়সাল মাহমুদ, রাশেদুল আলম সাধু, ইমন মালিথা, মনোয়ারুল আজিজ পিয়াস। সদস্য যথাক্রমে,  লিখন হাসান, জিসানুর রহমান, সেলিম রেজা, মামুন শেখ এবং সজিব হাসান রিমান।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ