এ কে খান, পাবনা :
বগুড়ার প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নগরী পুন্ড্রবর্ধন'র খনন ও অনুসন্ধান প্রকল্প পরিদর্শন করতে ফ্রান্সের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে ২২ নভেম্বর বগুড়া আগমন করেন। পরিদর্শনকালে তিনি দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র আওতাধীন পরিচালিত পাঁচ তারকা হোটেল মম ইন পার্ক এন্ড রিসোর্টে অবস্থান নেন। রাষ্ট্রদূত হোটেলে পৌঁছালে টিএমএসএস'র পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচলক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর আওতাধীন পরিচালিত বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক টিএম আলী হায়দার।তিনিও রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় টিএমএসএস'র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ফ্রান্সের রাষ্ট্রদূতকে উত্তরবঙ্গের সম্ভাবনাময় পর্যটন, প্রত্নতত্ত্ব ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও তিনি রাষ্ট্রদূতকে টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কমকান্ড সম্পর্কে অবহিত করার পাশাপাশি বগুড়ার ঐতিহাসিক গুরুত্ব, বিশেষ করে পুন্ড্রবর্ধনের প্রত্নস্থল সংরক্ষণ ও গবেষণা কার্যক্রমে ফ্রান্সের আগ্রহের কথা উল্লেখ করেন। পুন্ড্রবর্ধন খনন প্রকল্প পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশ ও ফ্রান্সের সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের একান্ত কর্মকর্তা ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments