স্টাফ রিপোর্টার :
পাবনা জেলার বেড়া উপজেলার মাসুমদিয়া-ভবানীপুর খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)–এর একটি নতুন প্লাটুনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্লাটুনের কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অত্র কলেজের গর্ভনিং বডির সভাপতি ডাক্তার খন্দকার পারভেজ আহমেদ লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্লাটুনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম কবির। তিনি নবগঠিত প্লাটুনের উদ্বোধন ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে বিএনসিসির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ও টেবুনিয়া শামসুল হুদা অনার্স কলেজ এবং পাবনা সিটি কলেজের গর্ভনিং বডির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু। তিনি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য মো. শহীদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য খন্দকার সালাউদ্দিন রুমি ও কাশিনাথপুর নুরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তড়িৎ কুমার কুন্ডু। এছাড়াও বক্তব্য দেন কলেজের বিদ্যুৎসাহী সদস্য মো. মজিবর রহমান ও হিতৈষী সদস্য মো. কাজী মাসুদ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনসিসি প্লাটুনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজের প্রভাষক পিও মো. সুমন হোসেন। দিনব্যাপী আয়োজনে মাসুমদিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজ ও কাশিনাথপুর নুরুল হোসেন ডিগ্রি কলেজের বিএনসিসি প্লাটুনের সদস্যরা অংশ গ্রহণ করেন। নবগঠিত এ প্লাটুনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশসেবায় উদ্বুদ্ধ হবে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজের গভর্নিং বডির সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণি পেশার মানুষ ও মিডিয়াকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments