Header Ads Widget

Responsive Advertisement

পাবনা শহরে ফোরলেন সড়ক বাস্তবায়নে এ্যাড. শিমুল বিশ্বাসের প্রচেষ্টা অব্যাহত



জুবায়ের খান প্রিন্স, পাবনা :

পাবনা শহরের দীর্ঘদিনের প্রতীক্ষিত পাকশী–নগরবাড়ি বাঁধেরহাট সড়ককে ফোরলেন করার প্রকল্পে নতুন গতি এসেছে। শহরের কেন্দ্রীয় আব্দুল হামিদ সড়কের দুই পাশের স্থাপনা ও মার্কেট অধিগ্রহণ প্রক্রিয়ায় পরিকল্পনা কমিশনের (প্লানিং কমিশন) সাথে সরাসরি সমন্বয় করে কাজ করছেন এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দে কমিশনকে যুক্তিসহ বোঝাতে তিনি ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে সক্ষম হয়েছেন। এরই অংশ হিসেবে পরিকল্পনা কমিশনের প্রতিনিধিরা শিগগিরই পাবনায় সরেজমিন পরিদর্শনে আসছেন বলে জানা গেছে।

জমি অধিগ্রহণের জটিল প্রক্রিয়া, বাজারমূল্য নির্ধারণ এবং প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক নকশা ও বাজেট প্রস্তুতের বিষয়গুলোতে পরিকল্পনা কমিশনকে সন্তুষ্ট করতে শিমুল বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জানান, অধিগ্রহণ বাজেট নিশ্চিত হলে ফোরলেন প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।

২৫ নভেম্বর, মঙ্গলবার বিকেল ৪টায় পাবনা গাছপাড়া হাইওয়ে সড়কে একটি পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ্যাড. শিমুল বিশ্বাস বলেন,

“ফোরলেন সড়ক বাস্তবায়ন শুধুমাত্র একটি উন্নয়ন প্রকল্প নয়—এটা পাবনার ভবিষ্যত। পরিকল্পনা কমিশনের সাথে আমি নিয়মিত যোগাযোগ রাখছি, এখনও এখানে তাদের সাথে আলাপ সম্পন্ন হলো। জমি অধিগ্রহণের বাজেট অনুমোদন করাতে তাদেরকে তথ্য–উপাত্তসহ বোঝাতে সক্ষম হয়েছি। খুব শিগগিরই তারা পাবনায় এসে সরেজমিনে পরিদর্শন করবেন।”

তিনি আরও বলেন, “এই উন্নয়ন কোনো দল, মত বা সম্প্রদায়ের নয়। এটা পুরো পাবনাবাসীর। তাই সবাইকে সঙ্গে নিয়েই আমরা কাজ করছি। আলহামদুলিল্লাহ, দেশের যেসব দপ্তরে গিয়েছি, কেউ আমাকে নিরাশ করেননি।”

এরই মধ্যে ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ, পাবনা মানসিক হাসপাতালের সম্প্রসারণ, পাবনা–ঢাকা সরাসরি রেল যোগাযোগ, কাজীরহাট–আরিচা–দৌলদিয়া পদ্মা–যমুনা ওয়াই সেতু প্রস্তাবনা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, কৃষি বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বড় প্রকল্পে তার উদ্যোগ ও তদবির অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞমহল মনে করেন, ফোরলেন সড়কের জমি অধিগ্রহণ ও পরিকল্পনা কমিশনের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় পাবনার যোগাযোগব্যবস্থা নতুন মাত্রা পাবে। আর এই অগ্রগতির পেছনে এ্যাড. শিমুল বিশ্বাসের উদ্যোগ এখন এলাকাবাসীর কাছে দৃশ্যমান বাস্তবতা।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ