স্টাফ রিপোর্টর :
পাবনা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, অবকাঠামো ও শিক্ষাকার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। বিদ্যালয়ে পৌঁছালে জেলা শিক্ষা অফিসারকে স্বাগত জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মির্জা মোঃ বখতিয়ার উদ্দিন ও সিনিয়র শিক্ষক মো. ইমরান আলী সরকার। পরে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, বিভিন্ন সুবিধা ও চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক শিক্ষার মানোন্নয়নে অধিক মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর পাঠদানে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “বিচারক যেমন জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন, তেমনি শিক্ষকও শ্রেণিকক্ষে ন্যায়নিষ্ঠ ভূমিকা পালন করবেন।” তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। শিক্ষকরা এ সময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বিশেষ করে সহশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বৃদ্ধি এবং বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী হ্রাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। শিক্ষকরা জানান, দুবলিয়া এলাকাসহ বিভিন্ন এলাকার বিদ্যালয়ে অনুমোদিত শাখার বাইরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখা হলে পরিস্থিতির উন্নতি সম্ভব হবে। জেলা শিক্ষা অফিসার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। এছাড়া অভ্যন্তরীণ পরীক্ষা, প্রশ্নপত্র প্রণয়ন, পাঠ্যসূচির বাস্তবায়নসহ নানা একাডেমিক বিষয়ে শিক্ষকরা খোলামেলা আলোচনা করেন। জেলা শিক্ষা অফিসার শিক্ষকদের নিজস্বভাবে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানোর পরামর্শ দেন। সভায় একাডেমিক সুপারভাইজার মোকলেছুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ ইমরান আলী সরকার, মোঃ রেজাউল করিম, মোঃ জহুরুল ইসলাম, মোঃ আব্দুল খালেক খান ও ফজলুল হক বিশ্বাস প্রমূখ বক্তব্য দেন। পরিদর্শন ও আলোচনায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন জেলা শিক্ষা অফিসার। পরিদর্শন শেষে শিক্ষকেরা জেলা শিক্ষা অফিসারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমচারী প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয় ও কোলাদি উচ্চ বিদ্যালয়ও পরিদর্শন করেন এবং শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন।
0 Comments