Header Ads Widget

Responsive Advertisement

পাবনা পুলিশ সুপারের বদলি উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত


এ কে খান, পাবনা :

পাবনা পুলিশ সুপারের বদলি জনিত বিদায়কে কেন্দ্র করে পাবনা জেলা পুলিশ লাইন্সের শহীদ আব্দুল জলিল মিলনায়তনে শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হলো এক বিশেষ কল্যাণ সভা। 

অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান সভাপতিত্ব করেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মো. রেজিনুর রহমান সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ ও ফোর্স সদস্যরা বিদায়ী পুলিশ সুপার মোরতোজা আলী খানের বর্ণাঢ্য পেশাগত জীবনের স্মৃতিচারণ করেন। বক্তব্যে তারা জানান, পেশাদারিত্ব, সততা, দক্ষতা ও মানবিক গুণাবলীর সমন্বয়ে তিনি পাবনা জেলা পুলিশের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তাঁর নের্তৃত্বে জেলার আইন শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে অর্জিত সফলতার কথা তুলে ধরেন বক্তারা। বিদায়ী পুলিশ সুপারকে বিদায় দিতে গিয়ে অনেক কর্মকর্তা ও সদস্যের চোখে অশ্রুর ছাপ লক্ষ্য করা যায়।

বক্তারা বলেন, “মোরতোজা আলী খান ছিলেন একজন সৎ, মেধাবী ও দক্ষ পুলিশ কর্মকর্তা। পাবনা জেলার মানুষের সেবায় তাঁর নিবেদন এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। তাঁর মানবিক কর্মকাণ্ড তাঁকে পাবনাবাসীর হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।" 

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, “পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের গৌরবময় অধ্যায়। সর্বোচ্চ সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমার কোনো আচরণে বা কর্মকাণ্ডে ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।” তিনি জেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কল্যাণ কামনা করেন।অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন মো. মশিউর রহমান মণ্ডল। 

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ