Header Ads Widget

Responsive Advertisement

পাবনা ইছামতি নদী পুনরুজ্জিবীতকরণ মেগা প্রকল্পের অগ্রগতি (ব্রিজ নির্মাণ/পুনঃনির্মাণ) পর্ব-০৮


ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

পাবনা ইছামতি নদী পুনরুজ্জিবীতকরণ মেগা প্রকল্পের মধ্যে রয়েছে ২৩টি ব্রিজ নির্মাণ/পুনঃনির্মাণ কাজ। ২৫ মে ২০২৪ খ্রিস্টাব্দে ইছামতি নদী খনন কাজ অর্থাৎ প্রায় দেড় বছর আগে খনন কাজ শুরু হলেও ব্রিজ নির্মাণ কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। একদিকে নদী খনন কাজে ব্যাপক বাধা; বিশেষ করে শহরাংশ নিয়ে নিম্ন আদালতে একের পর এক মামলা-নিষেধাজ্ঞা, বর্ষার অজুহাতে দীর্ঘ মাস খনন কাজ বন্ধ রাখা, ক্ষতিপূরণ বা জমি অধিগ্রহণে কালক্ষেপণ, খননকৃত মাটি অপসারণে ধীরগতি; ফলে জনমনে এক ধরনের শঙ্কা ও হতাশা বিরাজ করছে। ঠিক এমন সময়ে আশার বাণী শুনালেন প্রকল্প পরিচালক (পিডি ওনার) পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শুধাংসু কুমার সরকার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা ইতোমধ্যে ইছামতি নদী পুনরুজ্জিবীতকরণ মেগা প্রকল্পের মধ্যে ২৩টি ব্রিজ নির্মাণ/পুনঃনির্মাণ কাজ শুরু করে দিয়েছি। পাবনা শহরের চরশিবরামপুর মাদ্রাসার পাশে যে ৪ ভেন্টের স্লুইসগেট ছিল সেটা অপসারণ করে সেখানে উন্নত প্রযুক্তির নেভিগেশন সুবিধাসহ ৫ ভেন্টের স্লুইসগেট নির্মাণ করা হচ্ছে। এর ভেন্টগুলোও হবে আগের তুলনায় বড়ো।  আমরা সরেজমিনে পর্যবেক্ষণ করে এ কথার সত্যতা লক্ষ্য করেছি। এখনকার কাজের অগ্রগতি, সর্বোপরী ইছামতি নদীর ওপর ২৩টি ব্রিজ নির্মাণ/পুনঃনির্মাণ কাজের বর্তমান অবস্থা আপনাদের সমীপে উপস্থাপন করছি; মূলত সেই ভিডিওই দেখানো হচ্ছে।

আমরা জানি, ইছামতি নদী খনন কাজ শুরুর দিকে নদীর ওপর নির্মিত ২৩টি ব্রিজ নির্মাণ/পুনঃনির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ করা হয়েছিল ঠিকাদারী প্রতিষ্ঠান টিসিএল বা তানভীর কনস্ট্রাকশন লি. কে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে অপর একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ‘অহেদ কনস্ট্রাকশন লি.’ কেও ব্রিজ নির্মাণ/পুনঃনির্মাণের কাজ দেওয়া হয়েছে। এই দুটি কম্পানি ইতোমধ্যে বোরিং করে প্রায় সকল ব্রিজের সয়েল টেস্ট সম্পন্ন করেছে। চরশিবরামপুর ৫ ভেন্টের রেগুলেটর, ভোমরাকোলের ব্রিজসহ মোট ৫টি ব্রিজের ডিজাইন ও এনওসি তাদের হাতে এসেছে। সূত্র হতে আরো জানা যায়, প্রকল্পের মধ্যে ২৩টি ব্রিজ নির্মাণ/পুনঃনির্মাণ থাকলেও কিছু কিছু ব্রিজের এ্যাপ্রোচ রোডের জায়গা অপর্যাপ্ততা হেতু ২/৩ ব্রিজের কাজ করা অসম্ভব হবে। সেক্ষেত্রে আমাদের পরবর্তী সিদ্ধান্ত দেখার অপেক্ষায় থাকতে হবে।

এবার এক নজরে জেনে নেই, ইছামতি নদী পুনরুজ্জিবীতকরণ মেগা প্রকল্পের মধ্যে এই ২৩টি ব্রিজ ইছামতি নদী ও তার সংযোগ খালের কোথায় কোথায় হচ্ছে।

০১. সুতিখালী ব্রিজ (বেড়া পাম্পিং স্টেশনের পাশে ১২ ভেন্টের স্লুইসগেটের জায়গায়); ০২. আতাইকুলা-বৃহস্পতিপুর ব্রিজ (ফাতেমা খাতুন বলিকা উচ্চ বিদ্যালয়ের পাশে); ০৩. শিবপুর ব্রিজ; ০৪. শিবপুর মাদরাসা ব্রিজ; ০৫. ভাঙা কালীবাড়ি ব্রিজ (মৌগ্রাম); ০৬. সরদারপাড়া ব্রিজ; ০৭. শ্মশাণ ঘাট ব্রিজ (উত্তর শালগাড়িয়া), ০৮. সিংগা মলিথাপাড়া ব্রিজ; ০৯. সিংগা কালভার্ট ব্রিজ; ১০. এডওয়ার্ড কলেজ ব্রিজ; ১১. কালীবাড়ি ব্রিজ; ১২. খেয়াঘাট ব্রিজ; ১৩. পৌলাণপুর ব্রিজ; ১৪. গোবিন্দা ব্রিজ (ডেলিভারি মোড়); ১৫. গোবিন্দা ব্রিজ (আদর্শ মহিলা কলেজের পাশে); ১৬. গোপালপুর ব্রিজ; ১৭. ডা. অমিত সিদ্দিকী ব্রিজ (আটুয়া প্রাইমারি স্কুলের পাশে); ১৮. কাচারিপাড়া-মন্ডলপাড়া ব্রিজ; ১৯. মন্ডলপাড়া ব্রিজ; ২০. অনন্ত ব্রিজ, ২১. রামচন্দ্রপুর ব্রিজ; ২২. চরশিবরামপুর স্লুইসগেট (মাদরাসার পাশে); ২৩. ভোমরা কোল ব্রিজ।        

উল্লেখ্য, পাবনা ইছামতি নদী পুনরুজ্জিবীতকরণ এই মেগা প্রকল্পের মধ্যে নদী খনন কাজ ১১০ কিলোমিটার, ২৩টি ব্রিজ নির্মাণ/পুনঃনির্মাণ, শহরে নদীর উভয় তীরে ১০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ, রিটেনিং ওয়াল নির্মাণ, ব্লক ফেলা, জ্রেনেজ নির্মাণ, ৫৬টি ঘাটলা নির্মাণ এবং ৪২ হাজার ৩১০টি বৃক্ষরোপণ করে শোভাবর্ধনের কাজ রয়েছে। খনন কাজ করছেন এমএস আহাদ বিল্ডার্স এবং তত্ত্বাবধান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। কাজের শেষ সীমা ধরা হয়েছে ৩১ মার্চ ২০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। ইছামতি নদী পুনরুজ্জিবীতকরণ এই মেগা প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ৫৫৪ কোটি টাকা। 

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ