এ কে খান, পাবনা :
বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসেন আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র অপারেশন-৬ খুলনা ডোমেইনের আওতাধীন, খুলনা জোন নিয়ন্ত্রিত, খুলনা সদর রিজিওনের বয়রা শাখার কার্যক্রম পরিদর্শন করেছেন সহকারী ডোমেইন প্রধান ও সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম। তিনি ২৪ নভেম্বর ২০২৫ তারিখে শাখায় পৌঁছালে বয়রা শাখার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শাখা প্রধান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বয়রা শাখার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় শাখার চলমান কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় বিশেষ ভাবে ফিটব্যাগ কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা, ঋণ সহায়িকা সঠিকভাবে অনুসরণ, নিয়মিত কিস্তি আদায়, তদারকি বৃদ্ধি, খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়ে বিশেষ মনোযোগ, নতুন সম্ভাব্য প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরণ সম্প্রসারণ, চলতি মাসের সার্বিক অগ্রগতি মূল্যায়ন বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য দেন এবিএম সুব্রত কর্মকার, পিও আঃ সালাম, আঃ লতিফ, দেবু কুমার বিশ্বাস, সাথী আক্তার, আইভি রহমানসহ শাখার সকল কর্মকর্তা। বক্তারা বয়রা শাখার সেবামুখী কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সম্মিলিত ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে সহকারী ডোমেইন প্রধান শহিদুল ইসলাম মাঠ পর্যায়ের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, টিএমএসএস'র সেবাকে জনগণের আরও কাছে পৌঁছে দিতে প্রত্যেককে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। মাঠ পর্যায়ের উন্নয়নই প্রতিষ্ঠানের সার্বিক সফলতার মূল চাবিকাঠি।”
সভায় উপস্থিত কর্মকর্তারা শাখার প্রাত্যহিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং লক্ষ্যমাত্রা অর্জনে একযোগে কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
0 Comments