এ কে খান :
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে "ইসলামী ব্যাংকিং ও এর ডিজিটাল পণ্য গ্রহণ ও সুবিধা" শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে টিএমএসএস'র শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে।বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম মিলনায়তনে ৪ নভেম্বর মঙ্গলবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল "ইসলামী ব্যাংকিং ও এর ডিজিটাল পণ্য: গ্রহণ ও সুবিধা। আলোচকরা ইসলামী ব্যাংকিং-এর মূলনীতি, এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল পণ্যগুলো সাধারণ মানুষ ও অর্থনীতির জন্য কীভাবে সুবিধা বয়ে আনছে, সে বিষয়ে বিশদভাবে আলোচনা ও মতবিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএস'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে-আরা বেগম। তিনি তাঁর বক্তব্যে ইসলামী ব্যাংকিং-এর গুরুত্ব এবং উচ্চশিক্ষা বিস্তারে টিএমএসএস'র অঙ্গীকারের ওপর আলোকপাত করেন। সেমিনার শেষে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সাথে টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ছাত্র-শিক্ষক বিনিময়, গবেষণা কার্যক্রমের সহযোগিতা এবং যৌথভাবে শিক্ষা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়। এটি উচ্চশিক্ষা ও দক্ষতা বিকাশে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। অনুষ্ঠানে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি উপাচার্য প্রফেসর ডক্টর চিত্ত রঞ্জন মিশ্র, ইসলামী ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম, উর্ধ্বতন কর্মকর্তা, নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান, শিক্ষক, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারে উপস্থিত সকল ব্যক্তিবর্গ এ সমঝোতা স্মারক অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।
0 Comments