ওয়ান মিনিট টিভি ডেক্স :
বই পড়ুন নিজেকে জানুন, জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক সমাজ; একটি আলোকিত সমাজ গড়তে বইয়ের বিকল্প নেই। আগত অতিথিগণের কণ্ঠে প্রতিধ্বনি শোনা গেলো, কবি-সাহিত্যিক আর গবেষণার বাতিঘর, মেমোরিয়াল বুকস হবে শ্রেষ্ঠ জ্ঞানঘর। একটি জ্ঞান ভিত্তিক সমাজের দিশা দিতে মেমোরিয়াল ক্লাব বুকস নামে ওসাকা'র উদ্যোগে লাইব্রেরির নব যাত্রা শুরু সত্যিই আজ পাবনাবাসীর জন্য আনন্দের দিন। পাবনায় এই প্রথম ব্যতিক্রমী উদ্যোগ বই বিকিকিনি, বই পাঠ ও বই আড্ডা নিয়ে এলো মেমোরিয়াল ক্লাব লাইব্রেরি।
উদ্ভোধনী অনুষ্ঠানে ছিল নানা আয়োজন ও নানা আনুষ্ঠানিকতায় পূর্ণ। বাংলার প্রখ্যাত কবি প্রাবন্ধিক মজিদ মাহমুদ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পাবনা শহরের শ্যামঠাকুর রোডের আব্দুল হামিদ কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় এর শুভ উদ্বোধন করেন। তিনি ও মিসেস মজিদ মাহমুদ ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন।
উদ্ভোধনী বক্তৃতায় কবি মজিদ মাহমুদ বলেন, আমি এই লাইব্রেরিকে একটি জ্ঞানগৃহ হিসেবে দেখতে চাই। শিক্ষক, শিক্ষার্থী, লেখক, কবি-সাহিত্যিক, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিকগণ যাতে নিবিষ্টমনে পড়ালেখা করতে পারে, রিসার্চ কাজ করতে পারে তার জন্য উত্তম ব্যবস্থা থাকবে এই লাইব্রেরিতে। পাঠকগণ এখানে শুধুমাত্র বই পড়বে না, তার পছন্দের বই কিনেও নিয়ে যেতে পারবেন। এমন কি ইচ্ছা করলে বাসায় নিয়ে পড়ে আবার ফেরত দিতে পারবেন সেজন্য কার্ড সিস্টেম চালু করার পরিকল্পনাও আছে। এক কথায় বলা যায়, মেমোরিয়াল ক্লাব লাইব্রেরি হবে একটি উত্তম বই বিপণি এবং পাশাপাাশ কবি-সাহিত্যিক আর গবেষকদের উত্তম আড্ডাখানা।
নতুন বইয়ের ঘ্রাণ নিতে, জ্ঞানী-গুণী সঙ্গ পেতে নব উদ্যোমে আজ থেকে যাত্রা শুরু করলো মেমোরিয়াল ক্লাব লাইব্রেরি।
ওসাকার পরিচালক বিশিষ্ট কষ্ঠশিল্পী মাযহারুল ইসলামের সভাতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কবি ও গীতিকার আখতার জামান, সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি মো. রুহুল আমিন, ঢাকা থেকে আগত সাহিত্যিক কবি রফিক সোলায়মান, কবি ডা. সারোয়ার জাহান ফয়েজ, প্রাবন্ধিক ড. মোহাম্মদ আব্দুর রউফ, লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম, পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর আলী আকবর মিয়া রাজু, সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান মো. আলতাফ হোসেন, অধ্যাপক আব্দুদ দাইয়েন সরকার, অধ্যাপক মো. আব্দুল হাই, কবি আদ্যনাথ ঘোষ, কবি ও গীতিকার আলমগীর কবির হৃদয়, ছড়াকার ও চলচ্চিত্রকার দেওয়ান বাদল, কবি সৈয়দা কামরুন্নাহা শিল্পী, কবি বাচিক শিল্পী মামুন আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সংগঠক বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার, কবি সফিউল্লাহ সফি, কবি আজিজা পারভীন, কবি বিজুরী ইসলাম, কবি সাইদা আক্তার কল্পনা, কবি কণ্ঠ শিল্পী শামিমা রহমান, কবি রেহানা সুলতানা শিল্পী, কবি নিলীমা নীল, কবি উদ্যোক্তা সোনিয়া আক্তার, কবি সোহাগসহ প্রায় শতাধিক কবি-সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রিন্ট, ইলেকট্রনিকস এবং অনলাইন পত্রিকাার সাংবাদিকগণ।
সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা ও পরিচালনা করেন কবি কণ্ঠশিল্পী যাযাবর জিয়া।
অনুষ্ঠানের শেষদিকে দোয়া পরিচালনা করা হয় এবং তবারকের ব্যবস্থা রাখা হয়। দোয়া পরিচালনা করেন কবি মো. সফিউল্লাহ সফি।
0 Comments