রাকিব হোসাইন, সাঁথিয়া, পাবনা :
পাবনা সাঁথিয়ায় পৌর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজামী পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
ব্যারিস্টার মোমেন তার বক্তব্যের প্রথমেই খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়ে বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার ভুমিকা ছিলো প্রশংসনীয়। বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী।
এসময় তিনি তার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা জন্য সবার কাছে দাঁড়িপাল্লায় ভোট এবং দোয়া চাইলেন।
জনসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, জেলা জামায়াতের সদস্য অধ্যাপক ড. ইদ্রিস আলম, উপজেলা আমির মওলানা মোখলেসুর রহমান, উপজেলা সেক্রেটারি আনিসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মালেক, সাঁথিয়া বাজার বনিক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লা, অবসর প্রাপ্ত প্রকৌশলী শ্রী পরিতোষ কুমার সরকারসহ আরো অনেকে।
0 Comments