Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে 'বাংলাদেশ কবিতা সংসদে'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

"অস্ত্র নয় কলম চাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য.." এই প্রতিপদ্যকে ধারণ করে ৩২ বছর আগে অর্থাৎ ১৯৯৩ সালে পাবনায় প্রতিষ্ঠত হয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষামূলক সংগঠন 'বাংলাদেশ কবিতা সংসদ'। 

শুক্রবার (২৮ নভেম্বর) পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে বর্ণিল আয়োজন ও নানা আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে পালিত হলো সংগঠনের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকাল ১০ টায় ছিল উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, বহু শিক্ষা প্রতিষ্ঠানে প্রতষ্ঠাতা, মাহাতাব বিশ্বাস গ্রিন সিটির চেয়ারম্যান আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন,  কবিতা সংসদ দীর্ঘ বছর যাবৎ বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির জাগরণ ও উৎকর্ষে কাজ করছে। আজ ৩২তম প্রতিষ্ঠা বর্ষিকী। আমি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।  সংগঠন আরো এগিয়ে যাক এ বিষয়ে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।  

অনুষ্ঠান কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদদপ্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জননেতা এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।  তিনি বলেন, বাংলাদেশ কবিতা সংসদ যেমন বাংলাদেশর শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করছে তেমনি পাবনা জেলাকেও বিশেষ করে পাবনার  সংস্কৃতি জাতীয় ও আন্তর্জাতিক ভাবে তুলে ধরছে; যা অত্যন্ত কঠিন কাজ। এছাড়া নবীন প্রবীণ লেখক ও কবি সাহিত্যিকদের মেলবন্ধন ঘটিয়ে সাহিত্য চর্চার দ্বার উন্মুক্ত করে পাবনা গর্বিত করেছে। আমি সংগঠনকে সহযোগিতা করার জন্য সমাজ বিত্তবানদের আহ্বান জানাচ্ছি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ আমিন উদ্দিন আইন কলেজের অধ্যক্ষ কবি আজিজুল হক, পাবনা জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী মির্জা আজিজুর রহমান, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কবি ডা. ইফতেখা মাহমুদ, মাছরাঙা টিভির উত্তরাঞ্চলীয় ব্যুরোচিফ উৎপল মির্জা, দৈনিক সিনসা পত্রিকা প্রকাশক ও সম্পাদক এসএম মাহাবুব আলম এবং কবি ডা. কোহিনূর বেগম শিউলি।

অনুষ্ঠানে প্রধান অতিথি,  বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিগণকে কবিতা সংসদ সম্মাননা মেডেল পরিয়ে বরণ করে নেওয়া হয়।  আলোচনা পর্ব শেষে অতিথিগণ এবছরের নির্বাচিত "কবিতা সংসদ সাহিত্য পদক-২০২৫" প্রাপ্তদের হাতে পদক তুলে দেন।  এবছরের পদকপ্রাপ্তগণ হলেন, অধ্যাপক মো. সহিদুর রহমান,  কবি  মোমতাজ রোজ কলি,  কবি দেবাশীষ কুন্ডু, কবি হুমায়ুন কবির, নদী ও পরিবেশকর্মী গবেষক জাফর সাদিক,  কবি মফিজ উদ্দিন বিশ্বাস প্রমুখ।  

এবছরের "খোলাচোখ সম্মাননা" পেলেন, কবি মাহমুদ ইফতেখার,  কবি জহুরা আখতার ইরা, কবি আমিনুর রহমান খান, কবি ফিরোজ খান, কবি কোহিনূর বেগম শিউলি, কবি নিন্দুক বিশ্বাস, কবি মমতাজ রোজ কলি, কবি মধুসূদন মজুমদার, কবি আমিনুল ইসলাম,  কবি হসিবুর রহমান পিন্টু, কবি সালেহা ইমতিয়াজ, কবি মাহমুদা খাতুন মুক্তি প্রমুখ। এছাড়া কয়েকজন কবির সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ছিল শুভেচ্ছা বক্তব্য, স্বরচিত কবিতা পাঠ ও বাচিক শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ কবিতা আবৃত্তি। কবিতা পাঠ করেন, কবি আমিনুর রহমান খান, কবি ফিরোজ খান, কবি কোহিনূর বেগম শিউলি, কবি নিন্দুক বিশ্বাস, কবি মমতাজ রোজ কলি, কবি মধুসূদন মজুমদার, কবি এবাদত আলী শেখ,  কবি রণজিৎ বিশ্বাস, কবি আমির হোসেন, এস এম মনিরুজ্জামান আকাশ, কবি মৌমিতা মজুমদার, কবি উত্তম কুমার দাসসহ অনেকে। অনুষ্ঠানের শেষ দিকে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিয়োগিতায় বিজয়ী শিশু কিশোরের মাঝ পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার কবি, সাহিত্যিক, সংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যেকগণ। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন কবি অশ্রু সাগর আনোয়ার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন কবি আনোয়ার এবং গীতা পাঠ করেন কবি মধুসূদন মজুমদার। 

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ