Header Ads Widget

Responsive Advertisement

জেলা জামায়াতে ইসলামীর নির্বাচন কমিটির মাসিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত


রাকিব হোসাইন, সাঁথিয়া প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা নির্বাচন কমিটির মাসিক পর্যালোচনা বৈঠক পাবনা ইসলামীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০শে নভেম্বর ) জেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের পাবনা জেলা আমির ও পাবনা-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।

সভায় আরও উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান, জেলা নায়েবে আমির ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা জহুরুল ইসলাম। এছাড়া পাবনা জেলা নায়েবে আমির ও পাবনা-৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন, পাবনা-২ আসনের এমপি প্রার্থী ও সুজানগর–বেড়া উপজেলা আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, পাবনা-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, পাবনা-২ আসনের নির্বাচন পরিচালক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এ ছাড়া পাবনা-৩ আসনের নির্বাচন পরিচালক ও জেলা নির্বাচন কমিটির সদস্য সচিব এসএম সোহেল, পাবনা-৫ আসনের নির্বাচন পরিচালক ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহসহ জেলা ও উপজেলা নির্বাচন কমিটির দায়িত্বশীলবৃন্দ অংশ নেন।

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম, মাঠপর্যায়ের প্রস্তুতি ও বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ