এ কে খান, পাবনা :
আগামী জাতীয় সংসদ নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাবনা জেলা পুলিশের উদ্যোগে তিন দিনব্যাপী চতুর্থ পর্যায়ের প্রশিক্ষণের ১৩তম ব্যাচের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠা প্রদর্শন করতে হবে। জনগণের আস্থা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় সততা ও দক্ষতার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমানসহ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, মাঠ পর্যায়ে নেতৃত্ব, অপরাধ প্রতিরোধ, ব্যালট ও ভোটকেন্দ্র নিরাপত্তা–সহ বিভিন্ন বিষয় নিয়ে অংশ গ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাবনা জেলা পুলিশের উদ্যোগে ধারাবাহিক ভাবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ায় আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
0 Comments