এ কে খান :
দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলায় ২৫০টি দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম-এর নির্দেশনায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। টিএমএসএস'র অপারেশন-৩ রাজশাহী ডোমেইনের আওতাধীন নওগাঁ জোনের উদ্যোগে বুধবার ৫ নভেম্বর নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ বাজার রহিম উদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টিএমএসএস'র কালীগঞ্জ শাখার কর্ম এলাকায় তালিকাভুক্ত ২৫০টি দুঃস্থ পরিবারের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ২৫০ বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতিটি বস্তায় ২০ কেজি আলু ও মুড়ি ছিল, যা বর্তমান কঠিন পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা।
কালীগঞ্জ শাখার শাখা প্রধান মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন রহিম উদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর রাজশাহী ডোমেইনের ডোমেইন প্রধান উপপরিচালক এসএম বাবুল এবং নওগাঁ জোনের জোন প্রধান মোঃ হানজালাল রহমান প্রমুখ।
ডোমেইন প্রধান এসএম বাবুল তাঁর বক্তব্যে বলেন, "টিএমএসএস লাভের আশায় নয়, সেবার মনোভাব নিয়েই সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজকে সিংড়া উপজেলার কালীগঞ্জ শাখার আওতাধীন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো টিএমএসএস-এর অন্যতম লক্ষ্য। আমরা প্রত্যয় ব্যক্ত করছি, ভবিষ্যতেও টিএমএসএস এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।" তিনি তৃণমূল মানুষের মধ্যে টিএমএসএস'র সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রশংসা করেন। খাদ্য সহায়তা পাওয়া স্থানীয় উপকারভোগীরা টিএমএসএস-এর এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা জানান, এই খাদ্য সামগ্রী তাঁদের বর্তমান কঠিন পরিস্থিতিতে পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত সহায়ক হবে। এই মানবিক সহায়তার জন্য তাঁরা টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ও কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, টিএমএসএস দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনৈতিক ও মানবিক সহায়তাসহ বহুমুখী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এই খাদ্য বিতরণ কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএস-এর রানীনগর রিজিওনের রিজিওন প্রধান মোঃ মাসুদ রানা। এতে টিএমএসএস-এর কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধাভোগী মানুষ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments