Header Ads Widget

Responsive Advertisement

নির্বাচনকালীন স্পর্শকাতর পরিস্থিতি: সাংবাদিকদের সঠিক সংবাদই প্রশাসনের কাজ সহজ করবে — পাবনার নবাগত জেলা প্রশাসক


জুবায়ের খান প্রিন্স, পাবনা :

“ডিসি, এসপি, ইউএনও, ওসি—নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা পরিবর্তন করা হচ্ছে স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে। এই গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিকদের দায়িত্বশীল ও যাচাই-বাছাই করা সংবাদ আমাদের কাজকে সহজ করবে।” — মন্তব্য নবাগত পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা'র।

শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, “আমাকে নির্বাচনকালীন বিশেষ দায়িত্ব দিয়ে পাবনায় নিয়োগ দেওয়া হয়েছে। সময়টি অত্যন্ত সেনসেটিভ, আর পাবনা নিজস্ব কারণেই একটি স্পর্শকাতর জেলা। তাই মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর সংবাদ কিংবা অপ্রীতিকর প্রচারণা যে কোনোভাবে নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে। প্রশাসন ভুয়া তথ্য, ‘মিস নিউজ’ বা উদ্দেশ্যপ্রণোদিত নিউজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।”

তিনি আরও বলেন, "সাংবাদিকরা তথ্য যাচাই করে সঠিক সংবাদ পরিবেশন করবেন—এমন প্রত্যাশা করি। কারণ গণমাধ্যমের ন্যায়নিষ্ঠ ভূমিকা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে।”

সাংবাদিকরা মতবিনিময়ে জানান, অনিয়ম–অবহেলা–অপরাধের চিত্র তুলে ধরাই তাদের পেশাগত দায়িত্ব। তবে রিপোর্টিংয়ের সময় প্রশাসনের সহযোগিতা, নিরাপত্তা ও ইতিবাচক সমন্বয় কামনা করেন তারা। একইসাথে প্রশাসনের কোনো অনিয়ম চোখে পড়লে সেটিও পেশাগত দায়িত্বের জায়গা থেকে তারা প্রকাশ করবেন বলে মত দেন সাংবাদিকরা। এটি যেন সাংবাদিকতা-প্রশাসনের সংঘর্ষ হিসেবে না দেখা হয়; বরং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বজায় থাকুক।

সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, এবং ক্লাবের নবীন–প্রবীণ সকল সাংবাদিকবৃন্দ।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ