জুবায়ের খান প্রিন্স, পাবনা :
পাবনা সদর উপজেলার কালাচাঁদপাড়া তালপুকুরপাড় এলাকায় ভোরে একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ০৫:১৫ মিনিটে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাবনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং ০৫:১৭ মিনিটে সেখানে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণের অভিযান শুরু করে। দক্ষতার সঙ্গে পরিচালিত অভিযানে ০৫:২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ০৫:২৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ সম্পন্ন হয়।
অগ্নিকাণ্ডে চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি বসতঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের তৎপরতা বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অভিযানটি নেতৃত্ব দেন পাবনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিউল ইসলাম। ফায়ার সার্ভিস জানায়, আগুনের উৎস বৈদ্যুতিক শর্টসার্কিট মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে।
0 Comments